এক মহিলাকে শ্লীলতাহানি করার চেষ্টা করলো এক টোটোচালক সঙ্গে ছিনতাই হলো মোবাইল ও ২০ হাজার টাকা, চাঞ্চল্য

সৌগত মণ্ডল, রামপুরহাট, বীরভূমঃ-  এরাজ্যে কি সত্যিই মহিলাদের নিরাপত্তা আছে? গতকাল বিকেলে রিয়াকে একা পেয়ে শ্লীলতাহানি করার চেষ্টা করে এক স্থানীয় টোটোচালক। 

লং জাম্প এবং জাবলিং থ্রোতে জেলার চ্যাম্পিয়ান রিয়া ভুঁইমালী . বাড়ী বীরভূম জেলার মল্লারপুর থানার ভাটগরিয়া গ্রামে। গতকাল প্র্যাকটিসের জন্য বাড়ী থেকে বেড়িয়ে ঈদেল সেখ নামে এক টোটো চালকের টোটোতে উঠে রিয়া। টোটো চালকের নাম ইদেল শেখ, বাড়ি খরাসিনপুর । রিয়া ভুঁইমালী জানাই, “কিছুদূর এসে ইদেল আমাকে গন্তব্য স্থলের রাস্তায় না নিয়ে গিয়ে কানাচী গ্রামের রাস্তা ধরে,আমি প্রতিবাদ করলে ইদেল গাড়ির

c06fe img 20190514 wa0007

ছবিঃ- প্রতিবেদক

গতি আরো বাড়িয়ে দেয়। আমার অন্যকোনো উপায় না থাকায়, নিজের জীবন বাঁচাতে টোটো থেকে লাফ মারি। আমাক হাঁটু কেটে যায়। আর, ইদেল সেই সুযোগে আমার মোবাইল এবং সঙ্গে থাকা ২০ হাজার টাকা নিয়ে নেয়”। ক্ষুদ্ধ গ্রামবাসী জানাই, “দুপুরে রিয়কে একলা পেয়ে তার শ্লীলতাহানি করে। আমরা মল্লারপুর থানায় অভিযোগ করেছি। পুলিশ এখনও ইদেলকে গ্রেফতার করতে পারেনি। আমারা ইদেলের উপযুক্ত শাস্তি দাবী জানাই, দ্রুত গ্রেফতার না হলে আমরা বহৎ আন্দোলনে নামব”।

সম্পর্কিত খবর