প্লে অফের টিকিট পাকা হতেই দলে বদল? গুজরাতের বিরুদ্ধে প্রথম একাদশে বড় চমক কলকাতার

বাংলা হান্ট ডেস্ক: মুম্বাইয়ের সাথে ম্যাচে জেতার পর একদিনের ব্যবধানে ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। সোমবার আরো একবার মাঠে নামছে নাইটরা। এদিন অ্যাওয়ে ম্যাচ রয়েছে গুজরাত টাইটান্সের সাথে। শ্রেয়স আইয়ারদের সাথে ম্যাচ খেলবে শুভমান গিলের গুজরাত টাইটান্স। যদিও এই ম্যাচের আগেই প্লে অফের টিকিট পাকা করে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

মুম্বাইকে হারিয়েই প্লে অফে নিজেদের স্থান পাকাপাকি করে ফেলে কলকাতা নাইট রাইডার্স। মোট ১২ টি ম্যাচ খেলে তারা জয়ী হয়েছে ৯টিতে। আর ১৮ পয়েন্ট থাকার দরুন প্রথম দুইয়ে থাকার সুযোগও মোটামুটি পাকা বলা চলে। এখন গুজরাটের বিরুদ্ধে ম্যাচ জিতে জয়ের রেশ ধরে রাখতে চায় কলকাতা।

ইতিমধ্যেই প্লেঅফের টিকিট পাকা হয়ে যাওয়ার কারণে গুজরাটের সাথে প্রথম একাদশে তেমন কোনো পরিবর্তন হবে বলে মনে হচ্ছেনা। কারণ দলের মেন্টর, গৌতম গম্ভীর উইনিং কম্বিনেশন চেঞ্জ করতে চাননা খুব একটা। একদিকে কলকাতার কাছে যেমন এই ম্যাচের গুরুত্ব নেই তেমন, গুজরাতের কাছে এই ম্যাচ ডু অর ডাই। প্লে অফের লড়াইতে থাকতে হলে জিততে হবে শেষ দুই ম্যাচ।

আরও পড়ুন:চিপকের মাঠে শেষ ম্যাচ ধোনির? জল্পনা উস্কে পোস্ট চেন্নাইয়ের, রাখঢাক না রেখেই জবাব রায়নার

Kolkata Knight Riders 6 1

 

দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ

কলকাতা নাইট রাইডার্স: ফিল সল্ট (উইকেটরক্ষক), সুনীল নারিন, নীতিশ রানা, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবেন – বৈভব অরোরা।

গুজরাত টাইটানস: শুভমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, শাহরুখ খান, ডেভিড মিলার, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), রাহুল তেওয়াটিয়া, রাশিদ খান, নুর আহমেদ, উমেশ যাদব, মোহিত শর্মা, কার্তিক ত্যাগি। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবেন – সন্দীপ ওয়ারিয়র।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর