৭২ থেকে বাড়িয়ে ১২৬! গঙ্গাসাগর মেলার ভিড় সামলাতে ট্রেন সংখ্যা বাড়িয়ে নজির শিয়ালদহের

Published on:

Published on:

Indian Railways gears up with 126 special trains for Gangasagar Mela
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সামনেই গঙ্গাসাগর মেলা। প্রতি বছরের মতো এবারও সংক্রান্তিতে লক্ষ লক্ষ মানুষ গঙ্গাসাগরে যাবেন পুণ্যস্নানের জন্য। এই ভিড় সামলাতে এবং যাত্রীদের যাতায়াত সহজ করতে বড় প্রস্তুতি শুরু করেছে রেল (Indian Railways)।

১২৬টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের (Indian Railways)

গঙ্গাসাগর মেলাকে ঘিরে শিয়ালদহ ডিভিশন থেকে মোট ১২৬টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগে গঙ্গাসাগর মেলায় ৭২টি বিশেষ ট্রেন চালানো হয়েছিল। এবার যাত্রীদের ভিড় অনেক বেশি হতে পারে ধরে নিয়েই ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে (Indian Railways)। যাত্রী নিরাপত্তা ও ট্রেন চলাচল ঠিক রাখতে শিয়ালদহ ডিভিশনের সিনিয়র ডিভিশনাল অপারেশনস ম্যানেজার পঙ্কজ যাদব কন্ট্রোলার ও সুপারভাইজারদের নিয়ে একটি বৈঠক করেন। সেখানে তিনি জানান, এতগুলি বিশেষ ট্রেন সঠিকভাবে চালাতে কন্ট্রোল অফিসের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বৈঠকে ট্রেনের সময়সূচি মেনে চলা এবং বিভিন্ন বিভাগের মধ্যে ঠিকভাবে সমন্বয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্পষ্ট করে বলা হয়েছে, এই সময় কোনও গাফিলতি চলবে না। যাত্রীদের অসুবিধা হলে তা দ্রুত এবং কঠোরভাবে সামলানোর কথাও জানানো হয়েছে।

Indian Railways gears up with 126 special trains for Gangasagar Mela

আরও পড়ুনঃ ভোটের আগে ব্যক্তিগত জীবনে বড় মোড়, নতুন বছরে কী শুরু করলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়?

শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অফিসার ও সুপারভাইজারদের মোতায়েন করা হবে। ভিড়ের অবস্থা এবং ট্রেন চলাচল রিয়েল-টাইমে নজরে রাখা হবে। সম্ভাব্য কোনও সমস্যা আগে থেকেই চিহ্নিত করে তা সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে, গঙ্গাসাগর মেলায় আসা তীর্থযাত্রীদের যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, তার জন্য শিয়ালদহ ডিভিশন পুরোপুরি প্রস্তুত বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে (Indian Railways)।