বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে বাংলার রাজনীতিতে বড়সড় উত্তেজনা। তৃণমূলের ভোটকুশলী সংস্থা I-PAC-এর অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে ইডি অভিযান। তল্লাশির সময় সরাসরি প্রতীক জৈনর বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে একটা ফাইল, মোবাইল ফোন এবং হার্ডডিক্স সংগ্রহ করে বেরিয়ে আসেন তিনি। এরপর সেখান থেকে সরাসরি চলে যান I-PAC-এর অফিসে। সেই অফিস থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
বৃহস্পতিবার সকাল থেকেই নজরকারা তল্লাশি ইডির
বৃহস্পতিবার সকাল থেকেই সল্টলেক সেক্টর ফাইভে অবস্থিত আইপ্যাকের অফিসে তল্লাশি শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কেন্দ্রীয় বাহিনী সকাল থেকেই এলাকা ঘিরে রাখে। পরে নিরাপত্তা জোরদার করতে পৌঁছয় CRPF জওয়ানরা। পাল্টা সেখানে যায় রাজ্য পুলিশের র্যাফও। আইপ্যাকের অফিসের পাশাপাশি সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতেও তল্লাশি চালানো হয়। সূত্রের খবর, প্রতীক জৈনের বাড়ি থেকে বেরোনোর পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সল্টলেকে আইপ্যাক অফিসে পৌঁছন। সল্টলেকের ১১ তলায় অবস্থিত আইপ্যাকের অফিসে প্রায় পঁয়তাল্লিশ মিনিট ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু মুখ্যমন্ত্রী নন, ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের মন্ত্রী সুজিত বসুও। তল্লাশি চলাকালীন পুরো এলাকা ঘিরে ছিল কড়া নিরাপত্তা।
তল্লাশি নিয়ে মমতার (Mamata Banerjee) অভিযোগ
নিচে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “ভোর রাত থেকে তল্লাশি চলছে। আইপ্যাক তৃণমূলের ভোট কুশলী। এটা ক্রাইম। সব কাগজ ছিনিয়ে নেওয়া, লুঠ করা, এটা কি ঠিক হয়েছে? নতুন করে আবার ফাইল তৈরি করতে করতে তো ভোট পেরিয়ে যাবে।” এদিন মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করে বলেন, “আমাদের পার্টির সব ডেটা, ল্যাপটপ, আই ফোন, পার্টির যাবতীয় তথ্য, এমনকি এসআইআর সংক্রান্ত নথিও ফরেন্সিক টিম এনে ট্রান্সফার করেছে। সব টেবিল ফাঁকা করে দিয়েছে।”
SIR প্রসঙ্গে ফের সরব মুখ্যমন্ত্রী
এ দিন ফের SIR প্রসঙ্গ তুলে মমতা (Mamata Banerjee) বলেন, “অমর্ত্য সেন, জয় গোস্বামীকে SIR-এর নোটিস পাঠানো হয়েছে।” তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে বুঝে-বুঝে হেনস্থা করছে। মমতা এদিন অভিযোগ জানিয়ে বলেন, “ল্যাপটপ থেকে SIR ডেটা, স্ট্রাটেজি, প্রার্থী লিস্ট, সব লুঠ করে নিয়েছে। প্রতীকের বাড়িতেও গিয়ে সব নিয়ে নেওয়া হয়েছে। ভোটে জেতার স্ট্রাটেজি ছিনিয়ে নিয়েছে ওরা। সব সীমা ছাপিয়ে গিয়েছে।”

আরও পড়ুনঃ ‘I-PAC-এর কাছে ভোটার লিস্ট থাকবে কেন?’ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অ্যাকশনের দাবি শুভেন্দুর
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা মমতার
এদিন কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে কড়া ভাষায় মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “টাকা-পেশী শক্তির ব্যবহার হচ্ছে। I am sorry, কিন্তু এই ইডি হানার পর আপনাদের আসন শূন্য হবে। প্রধানমন্ত্রীকে বলছি, অমিত শাহকে কন্ট্রোল করুন।”












