‘ফাইল, নথি কেড়ে নেওয়া হয়েছে’, মারাত্মক অভিযোগ, মমতার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ ED

Published on:

Published on:

mamata banerjee(17)
Follow

বাংলাহান্ট ডেস্ক: দুয়ারে বিধানসভা ভোট। তার আগে ইডি অভিযান (ED Raid) ঘিরে উত্তাল পরিস্থিতি। বৃহস্পতিবার সাত সকালে আইপ্যাকের (I-PAC) সল্টলেকের দপ্তর এবং কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কয়লা পাচার মামলার তদন্তেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হঠাৎ সক্রিয় বলে জানা গিয়েছে। সেখানে তল্লাশি চলাকালীনই তড়িঘড়ি প্রতীক জৈনের বাড়িতে পুলিশের বিরাট বাহিনী নিয়ে পৌঁছে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পৌঁছে যান সিপি মনোজ বর্মা।

সেখানে বেশ কিছুক্ষণ থাকার পর প্রতীকবাবুর বাড়ি গিয়ে মোটা ফাইল নিয়ে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। সেখান থেকে পরে তিনি আইপ্যাকের দপ্তরে গিয়েও বেশ কিছু নথি সংগ্রহ করেন। সংবাদমাধ্যমকে মমতা জানান, ওইসব তাঁর দলের নথি। এদিকে এই ঘটনায় পাল্টা মমতার বিরুদ্ধে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ তুলে আদালতের (Calcutta High Court) দ্বারস্থ ইডি।

অভিযোগ, আইপ্যাকের দফতরে এবং তার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশিতে বাধা দেওয়া হয়েছে। এই নিয়েই নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হল ইডি। বৃহস্পতিবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এ নিয়ে দৃষ্টি আকর্ষণ করে ইডি। ইতিমধ্যেই মামলা দায়েরের অনুমতি মিলেছে। আগামীকাল শুক্রবার মামলাটির শুনানির সম্ভাবনা।

Enforcement Directorate raids Pratik Jain’s residence and I-PAC offices in Kolkata

বিস্তারিত আসছে…