বাংলা হান্ট ডেস্কঃ শীতের দাপটে ঘায়েল দক্ষিণবঙ্গ (South Bengal Weather)। ভোরের দিকে ঘন কুয়াশা আর উত্তুরে হাওয়ার দাপটে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে শহরবাসীর। আজ শুক্রবার সকাল থেকে ভালোই শীতের দাপট রয়েছে। তবে এই শীতের মাঝেই তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিল আবহাওয়া দপ্তর। তবে শীত যে এখনই বিদায় নিচ্ছে না তাও স্পষ্ট ভাবে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather Update
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে (North Bengal Weather) এখন পুরোদমে শীত চলছে। চলতি সপ্তাহের মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল এই মরসুমের শীতলতম দিন। বৃহস্পতিবার শহরের তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি কম।
কলকাতা ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম এবং নদিয়ার মতো জেলাগুলিতেও ভালোই পারদ পতন হয়েছে। এই পরিস্থিতি আরও কয়েক দিন চলবে বলেই ইঙ্গিত।
আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। তবে স্বস্তির কথা, এই নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে না। এর ফলে রাজ্যে উত্তুরে হাওয়ার দাপট বজায় থাকবে এবং শীতও আপাতত উপভোগ করা যাবে।
উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather Update
দার্জিলিং সহ গোটা উত্তরবঙ্গে (South Bengal Weather) শীতের দাপট অব্যাহত। প্রতিদিনই দার্জিলিঙের তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যাচ্ছে। ফলে সেখানে থাকা পর্যটকেরা ভালোই শীত উপভোগ করছেন।

আরও পড়ুনঃ আজকের রাশিফল ৯ জানুয়ারি, ভাগ্য প্রসন্ন হবে এই চার রাশির
আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার পর্যন্ত আবহাওয়ায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও (North Bengal Weather) শীত যেমন রয়েছে, তেমনই থাকবে। তবে রবিবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা একটু বাড়তে পারে। যদিও তাতে শীত একেবারে চলে যাবে না।












