রেশন দুর্নীতিতে আদালতে বিরাট ‘স্বীকারোক্তি’ রাজ্যের! এবার আরও বিপদে জ্যোতিপ্ৰিয় মল্লিক

বাংলা হান্ট ডেস্কঃ রেশন দুর্নীতি (Ration Scam) নিয়ে উত্তাল রাজ্য। এই কেলেঙ্কারির দায়ে জেলবন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক। এবার এই মানলাতেই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) রিপোর্ট জমা দিল রাজ্য পুলিশ। আদালতে রিপোর্ট পেশ করে রাজ্য জানিয়েছে, এখনও পর্যন্ত মোট ৮৭টি অভিযোগ দায়ের হয়েছে। চার্জশিট দাখিল হয়েছে ৬৫টি মামলায়। ২০টি মামলায় তদন্ত চলছে। ২টি মামলা রাজ্যের তরফ থেকে ত্রুটিপূর্ণ বলা হয়েছে।

হাইকোর্টে রাজ্যের পেশ করা রিপোর্ট খতিয়ে দেখে আগামী ১৭ জুন আদালতে জবাব দেবে ইডি। তার আগে আপাতত ২৪ জুন পর্যন্ত রেশন দুর্নীতির ৬টি মামলায় রাজ্য পুলিশের তদন্তে স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। হাই কোর্টে আবেদন করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ওরফে ইডি (ED)।

রাজ্যের কোন কোন থানায়, মোট কতগুলি এফআইআর দায়ের হয়েছে সেটার একটি তালিকা আদালতে জমা দেওয়ার কথা জানিয়েছিল ইডি। ইডির আবেদনের প্রেক্ষিতে রাজ্য পুলিশের কাছে রাজ্যে রেশন দুর্নীতিতে দায়ের হওয়া মামলা সম্পর্কে তা জানতে চায় আদালত। হাইকোর্টের নির্দেশে সোমবার বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে রিপোর্ট পেশ করে রাজ্য পুলিশ।

উল্লেখ্য, রেশন দুর্নীতি কাণ্ডে এর আগে ৬টি মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল হাই কোর্ট। আদালতের নির্দেশ ছিল ওই মামলাগুলির তদন্ত করতে পারবে না রাজ্য পুলিশ। সেই অন্তর্বর্তী স্থগিতাদেশ আগামী ২৪ জুন অবধি বহাল রাখা হয়েছে। আদালতে রাজ্যের পেশ করা রিপোর্ট ইডি খতিয়ে দেখার পর এই মামলায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। আগামী ১৭ জুন মামলার পরবর্তী শুনানি।

ed ration scam 2

আরও পড়ুন: DA না দিলেও বাড়বে বেতন! ভোট মিটলেই বিরাট পদক্ষেপ, আশায় রাজ্য সরকারি কর্মীরা

প্রসঙ্গত, রেশন দুর্নীতিকাণ্ডে গত বছর ২৭ অক্টোবর গ্রেফতার হন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তার কিছুদিন আগেই, রেশন দুর্নীতি মামলায় বাকিবুর রহমানকে গ্রেফতার করে ইডি। তার সূত্র ধরেই গ্রেফতার হন জ্যোতিপ্ৰিয়। এরপর গত ৫ জানুয়ারি গ্রেফতার হন বনগাঁর প্রাক্তন তৃণমূলি পুরপ্রধান শংকর আঢ্য। বর্তমানে তিনিও ইডি হেফাজতে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর