বাংলা হান্ট ডেস্ক: বর্তমান দিনের মানুষ বেশিরভাগ জিনিসই কেনাকাটি করে অনলাইনে। আর যার ফলে এই অনলাইন ই-কমার্স সংস্থা গুলি দেয় একের পর এক নতুন অফার। এবার প্রতিবছরের মতন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ফ্লিপকার্টের তরফ থেকে আসতে চলেছে বহু প্রতীক্ষিত ‘রিপাবলিক ডে সেল’ (Flipkart Republic Day Sale)। এই ছেলে আকর্ষণীয় ছাড়ে পাশাপাশি, ইলেকট্রনিক জিনিস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সরঞ্জামের ওপর থাকে বিশেষ ছাড়। আজকের প্রতিবেদনে রইল ২০২৬ সালে কবে থেকে শুরু হচ্ছে এই বিশেষ সেল।
ফ্লিপকার্টে আসছে রিপাবলিক ডে সেল, ল্যাপটপ-স্মার্টফোনে বড় ছাড় (Flipkart Republic Day Sale)
আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ফ্লিপকার্টের রিপাবলিক ডে সেল (Flipkart Republic Day Sale)। যা চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। তবে যারা ফ্লিপকার্ট ক্লাসের সদস্য তারা ২৪ ঘন্টা আগের থেকে এই অফারের সুবিধা পাবেন। অর্থাৎ ফ্লিপকার্ট ক্লাসের সদস্যরা ১৬ জানুয়ারি থেকে কেনাকাটা করা শুরু করতে পারবেন। এছাড়াও এই সেলে থাকছে বড় ছাড় ও পাশাপাশি মিলবে আকর্ষণীয় ব্যাঙ্ক অফার।

আরও পড়ুন: রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আপডেট! ২০২৬-এর সরকারি ছুটির তালিকা প্রকাশ করল নবান্ন
ফ্লিপকার্টের এর দেওয়া তথ্য অনুযায়ী, HDFC ব্যাংকের কার্ড থাকলে ক্রেতারা স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ ও নিত্য প্রয়োজনীয় সরঞ্জামের ক্ষেত্রে ১০% শতাংশ তাৎক্ষণিক ছাড় পাবেন। এছাড়াও পাবেন ইএমআই এর বিভিন্ন রকমের সুবিধা।
পাশাপাশি সর্বাধিক ছাড়ের জন্য রাশ আওয়ার ডিল, টিক-টক ডিল, জ্যাকপট ডিল, স্টিল ডিল উপর চোখ রাখতে হবে। এই বিষয়ে জানার জন্য আপনারা চোখ রাখতে পারেন ফ্লিপকার্টের রিপাবলিক ডে এর মাইক্রোসাইটটিতে। যা ইতিমধ্যে লাইভ চালু হয়ে গিয়েছে।
তবে জানা যায়, এই সেলে স্মার্টফোনের ক্ষেত্রে Redmi Note 15, Poco M8 5G এবং Oppo Reno 15 সিরিজের মতো নতুন ফোন লঞ্চ হওয়া সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ডিভাইসগুলিতে বিশেষ ছাড় পাওয়া যাবে বলে জানা গিয়েছে। এছাড়াও Xiaomi, Motorola, Poco, Vivo এবং Google Pixel-এর মতো ব্র্যান্ডগুলিতে বড় ছাড়ের সম্ভাবনা রয়েছে। বিশেষ ছাড় পাওয়া যেতে পারে iPhone 16। অন্যদিকে অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস গুলোতেও মিলবে আকর্ষণীয় ছাড় (Flipkart Republic Day Sale)।












