বাংলা হান্ট ডেস্ক: বিগত কয়েকদিন শীতে যথারীতি জুবুথুবু হয়ে রয়েছেন দুই বঙ্গবাসী। যদিও বৃহস্পতিবার থেকে আবহাওয়ার কিছুটা বদল দেখা দিয়েছে। সামান্য বেড়েছে তাপমাত্রা। আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ৫ থেকে ৭ দিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে (South Bengal Weather)। তবে শুষ্ক আবহাওয়া থাকলেও ভোরের দিকে ঘন কুয়াশা ও উত্তরের হাওয়ার দাপট থাকবে। আর এই মুহূর্তে যে শীত বিদায় নিচ্ছে না সে কথাও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া জানুন? (South Bengal Weather)
আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে (South Bengal Weather) শনিবার পর্যন্ত এইরকমই জমিয়ে শীতের সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। কিন্তু হাড় কাঁপানো ঠান্ডার থেকে কিছুটা রেহাই পেলেও শীতের আমেজ থাকবে। পাশাপাশি বেশ কিছু জেলায় সকালের দিকে ঘন কুয়াশা দেখা যাবে। এই কুয়াশার ফলে দৃশ্যমানতা অনেকটাই কম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন: মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের আগে বড় আপডেট! পরীক্ষায় কী কী নিয়ম মানতে হবে জানাল বোর্ড পর্ষদ
তবে আজ অর্থাৎ, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রী সেলসিয়া। এছাড়া আজ সারাদিন শহরের তাপমাত্রা ২১.৯ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বলে জানিয়েছে, মৌসম ভবন। হাওয়া অফিসের তরফ থেকে আরও জানানো হয়েছে,দক্ষিণ বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
এটি ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। কিন্তু এই নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে না। যার ফলে রাজ্যে উত্তুরে হাওয়ার দাপট বজায় থাকবে। পাশাপাশি শীতও আপাতত উপভোগ করবে রাজ্যবাসী।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)
দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাশাপাশি উত্তরবঙ্গেও জাঁকিয়ে শীত পড়েছে। এছাড়াও উত্তরবঙ্গে ঘন কুয়াশা সতর্কতা জারি রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার,উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে। পাশাপাশি আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, উত্তরবঙ্গের শনিবার পর্যন্ত আবহাওয়ার তেমন কোন বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে যেরকম শীত রয়েছে তেমনটাই থাকবে। কিন্তু সপ্তাহের শেষে অর্থাৎ রবিবার থেকে উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা হলেও বাড়তে পারে। তবে তাতে যে শীত কমে যাবে তা কিন্তু একেবারেই নয়।












