বাংলা হান্ট ডেস্কঃ গত বৃহস্পতিবার এমন এক ঘটনা ঘটেছে যা নিয়ে রাজ্যজুড়ে উত্তাপ ছড়িয়েছে। কলকাতা সল্টলেকে অবস্থিত তৃণমূল কংগ্রেসের সঙ্গে ‘চুক্তিবদ্ধ’ ভোটকুশলী সংস্থা I-PAC-এর অফিস এবং I-PAC-এর কর্ণধার প্রতীক জৈনর বাড়িতে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় সহ তদন্তকারী সংস্থা ED। এদিন ওই তল্লাশি অভিযান চলাকালীন মুখ্যমন্ত্রীর উপস্থিতি এবং তাঁর ভূমিকা নিয়ে তৈরি হয় উত্তেজনা। এই ঘটনায় ইডি এবং তৃণমূল উভয়ই হাই কোর্টে (Calcutta High Court) একে অপরের বিরুদ্ধে মামলা করে।
আজ শুক্রবার মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু মামলা চলাকালীন হাই কোর্টের (Calcutta High Court) এজলাসে ভিড় বাড়তে থাকায় বিচারপতি শুভ্রা ঘোষ মামলাটি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখার নির্দেশ দেন। এরপর ED মামলার দ্রুত শুনানির আবেদন জানালেও সেই আবেদন খারিজ করে দেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ।
কোন অভিযোগে মামলা হাই কোর্টে (Calcutta High Court)?
ঘটনার পরই, অর্থাৎ বৃহস্পতিবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তোলেন যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে ব্যবহার করে ভোটের রণকৌশল এবং প্রার্থী তালিকা চুরি করা হয়েছে। তিনি এই অভিযানের পিছনে রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগও করেন।
অন্যদিকে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, কয়লা পাচার মামলার তদন্তের সূত্রেই এই অভিযান চালানো হয়েছে। দুই পক্ষের এই পালটা অভিযোগের জেরে বিষয়টি গড়ায় কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) পর্যন্ত।

আরও পড়ুনঃ ‘আপনি বাস্তব থেকে একেবারে বিচ্ছিন্ন’, শর্মিলা ঠাকুরকে কড়া ভর্ৎসনা সুপ্রিম কোর্টের, কোন মামলায়?
শেষ পর্যন্ত শাসকদল তৃণমূল কংগ্রেস এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, দু’পক্ষই হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়। তবে আপাতত দ্রুত শুনানির পথে সিলমোহর দিল না আদালত, ফলে মামলার ভবিষ্যৎ শুনানির দিকে তাকিয়ে রয়েছে রাজ্য রাজনীতি। আগামী শুনানি ১৪ই জানুয়ারি।












