বাংলাহান্ট ডেস্ক: পাকিস্তানের (Pakistan) অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে অস্বস্তি তৈরি করল প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ঘিরে বিতর্ক। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির দাবি করেছে পাকিস্তান অধিকৃত বালোচিস্তানের নির্বাসিত সরকার। গত বৃহস্পতিবার ওই পরোয়ানা জারি হয়েছে বলে সোশাল মিডিয়ায় প্রকাশ্যে দাবি করেছেন বালোচ নেতা মির ইয়ার বালোচ। এই ঘটনায় পাকিস্তানের রাজনৈতিক ও নিরাপত্তা মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
নিজের দেশেই বিপাকে পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী!
মির ইয়ার বালোচ বুধবার সোশাল মিডিয়ায় জানান, বালোচিস্তান প্রজাতন্ত্রের পক্ষ থেকে শাহবাজ শরিফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অভিযোগ, স্বাধীন বালোচিস্তানের ভিসা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। গত ৮ জানুয়ারি জারি করা এক নির্দেশিকার উল্লেখ করে বালোচ নেতৃত্ব দাবি করেছে, বালোচিস্তানের সার্বভৌমত্বের গুরুতর ও ইচ্ছাকৃত লঙ্ঘনের দায়ে শাহবাজ শরিফকে গ্রেপ্তার করা হতে পারে। তাদের বক্তব্য, বৈধ ভিসা ছাড়াই অবৈধভাবে বালোচিস্তানে প্রবেশ করেছেন তিনি।
আরও পড়ুন: চিনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক হবে পুনরুজ্জীবিত! কী পরিকল্পনা ভারতের?
বালোচিস্তান প্রজাতন্ত্রের দাবি অনুযায়ী, তাদের আইন ও সার্বভৌম কর্তৃত্ব অনুসারে, বালোচিস্তানের যে কোনও বিমানবন্দর বা সীমান্ত দিয়ে প্রবেশ কিংবা প্রস্থানের সময় এই গ্রেপ্তার কার্যকর করা হতে পারে। বালোচ নেতৃত্বের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, বালোচিস্তান একটি স্বতন্ত্র ও স্বাধীন রাষ্ট্র এবং সে দেশের অভিবাসন আইন সকলের জন্য সমান। কোনও ব্যক্তিই— এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রীও— এই আইনের ঊর্ধ্বে নন বলে দাবি করা হয়েছে।
বালোচ নেতাদের বক্তব্য, অনুমোদিত ভিসা ও প্রয়োজনীয় আইনি নথি ছাড়া বালোচিস্তানে প্রবেশ করা সে দেশের আইনে ফৌজদারি অপরাধ। অনুমতি ছাড়া আকাশপথ বা সমুদ্রপথে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে নির্বাসিত সরকার। এই ঘোষণাকে পাকিস্তানের সার্বভৌমত্বের প্রতি সরাসরি চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন বিশ্লেষকেরা।

আরও পড়ুন: রাজ্যজুড়ে একইরকম ঠান্ডা শনিবার পর্যন্ত, এরপর কী বলছে পূর্বাভাস?জেনে নিন আবহাওয়ার খবর
উল্লেখ্য, পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছে বালোচিস্তানের বিদ্রোহীরা। গত কয়েক বছরে সেই আন্দোলন আরও হিংসাত্মক রূপ নিয়েছে। গত বছর জানুয়ারি থেকে এখনও পর্যন্ত প্রায় ৪৫০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি, যাদের বড় অংশই নিরাপত্তাকর্মী। ট্রেন হাইজ্যাক, আত্মঘাতী হামলা এবং পালটা পাক সেনার অভিযানের অভিযোগে পরিস্থিতি আরও জটিল হয়েছে। এই উত্তপ্ত প্রেক্ষাপটেই এবার প্রতীকী হলেও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘোষণা করল বালোচিস্তান, যা ওই অঞ্চলের অস্থিরতাকে নতুন মাত্রা দিল।












