চলতি মাসেই উদ্বোধন, হাওড়া থেকে কখন ছাড়বে বন্দে ভারত স্লিপার? কোন কোন স্টেশন ধরবে?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বন্দে ভারত স্লিপার ট্রেন নিয়ে মানুষের উৎসাহের অন্ত নেই। রেলের (Indian Railways) তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চলবে এ রাজ্যে। নতুন বছরে বাংলার মানুষের জন্য এ এক বড় উপহার। অবশেষে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে এল বন্দে ভারত স্লিপারের সময়সূচী এবং কোন কোন স্টেশনে স্টপেজ দেবে তার তালিকা।

বন্দে ভারত স্লিপার নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ রেলের (Indian Railways)

শুক্রবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রেলমন্ত্রকের তরফে। সেখানে বলা হয়েছে, হাওড়া থেকে গুয়াহাটিগামী ২৭৫৭৫ বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ছাড়বে সন্ধ্যা ৬ টা ২০ তে। পরদিন সকাল ৮ টা ২০ নাগাদ তা পৌঁছাবে গন্তব্যে। অন্যদিকে কামাখ্যা থেকে সন্ধ্যা ৬ টা ১৫ তে ছাড়বে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। পরদিন সকাল ৮ টা ১৫ তে তা হাওড়া পৌঁছাবে। আপ ডাউন দুই ক্ষেত্রেই সপ্তাহে ৬ দিন চলবে এই ট্রেন।

Vande bharat sleeper time table released by Indian railways

কোন সময়ে চলবে ট্রেন: বিজ্ঞপ্তি অনুযায়ী, ডাউন হাওড়া কামাখ্যা এবং আপ কামাখ্যা হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস (Indian Railways) যথাক্রমে বুধবার এবং বৃহস্পতিবার চলবে না। এখনও পর্যন্ত মোট দুটি রেক আনা হয়েছে বলে জানা যাচ্ছে। আপাতত এগুলি যাতায়াত করবে।

আরও পড়ুন : গঙ্গাসাগর মেলা স্পেশ্যাল, ভিড় সামলাতে চলবে রোজ ১৮ টি গ্যালোপিং লোকাল, প্রকাশ্যে সময়সূচী

কোন স্টেশনে দাঁড়াবে: উল্লেখ্য, আগামী ১৭ জানুয়ারি বন্দে ভারত স্লিপারের উদ্বোধনের সম্ভাব্য তারিখ বলে জানা যাচ্ছে। মালদহে ট্রেনের (Indian Railways) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর একটি রেক মালদহ থেকে যাবে গুয়াহাটি। আর দ্বিতীয়টি মালদহ থেকে এসে পৌঁছাবে হাওড়া।

আরও পড়ুন : সব পরীক্ষাতেই স্টার মার্কস নিয়ে পাশ, যাত্রীদের জন্য কবে থেকে খুলবে হাইড্রোজেন ট্রেনের দরজা?

রেলের তরফে জানানো হয়েছে, গুয়াহাটি এবং হাওড়া ছাড়াও মোট ১৩ টি স্টেশনে থামবে বন্দে ভারত স্লিপার। কামাখ্যা অর্থাৎ গুয়াহাটি থেকে রওনা হয়ে রঙ্গিয়া, নিউ বঙ্গাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, জলপাইগুড়ি রোড, নিউ জলপাইগুড়ি, আলুয়াবাড়ি রোড, মালদা টাউন, নিউ ফরাক্কা, আজিমগঞ্জ, কাটোয়া, নবদ্বীপ এবং তারপর ব্যান্ডেল হয়ে পৌঁছাবে হাওড়া।