বাংলাহান্ট ডেস্ক : এসআইআরে শুনানির নোটিশ পেয়েছেন। কিছুদিন আগেই একথা স্বীকার করেছেন তারকা সাংসদ দেব (Dev)। এও জানিয়েছেন, যেহেতু তিনি এদেশের নাগরিক, তাই আইন মানতে তিনিও বাধ্য। শুধু দেব নন, কবি জয় গোস্বামী, নোবেলজয়ী অমর্ত্য সেনের মতো ব্যক্তিত্বরাও পেয়েছেন শুনানিতে ডাক। এবার দেবের পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রতিবাদ মিছিলে দেব (Dev)
বৃহস্পতিবার আইপ্যাকের অফিসে ইডি তল্লাশি নিয়ে সরগরম ছিল রাজ্য রাজনীতি। আইপ্যাকের সল্টলেকের অফিস এবং তার কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পালটা শুক্রবার যাদবপুর এইট বি বাসস্ট্যান্ড থেকে প্রতিবাদ মিছিলে পা মেলান মমতা।

দেবের পক্ষ নিলেন মমতা: মিছিল শেষে হাজরায় সভামঞ্চ থেকে এসআইআর ইস্যুতে বিজেপিকে তীব্র কটাক্ষ শানান মুখ্যমন্ত্রী। দেবকে পাশে নিয়ে তিনি বলেন, ‘অমর্ত্য সেন বরবাদ, বাংলার গর্ব জয় গোস্বামী বরবাদ। এই যে দেব বসে আছে, কত দশক ধরে সিনেমা করছে, তাঁকেও ডেকেছে। ৩ বারের এমপি। ছি লজ্জা লজ্জা! ধিক্কার ধিক্কার ধিক্কার!’
আরও পড়ুন : সব পরীক্ষাতেই স্টার মার্কস নিয়ে পাশ, যাত্রীদের জন্য কবে থেকে খুলবে হাইড্রোজেন ট্রেনের দরজা?
কবে হাজিরা দেবের: এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রতিবাদ মিছিলে হাঁটতেও দেখা গিয়েছিল দেবকে। সূত্রের খবর অনুযায়ী, আগামী ১৪ জানুয়ারি এসআইআর শুনানিতে হাজিরা দেবেন তিনি। এ বিষয়ে দেব (Dev) বলেন, তাঁর কাছে যে নোটিশ আসবে তা তিনি আগেই তা শুনেছিলেন। BLRO তাঁকে ফোন করেছিলেন। দেব বলেন, ‘এ নিয়ে একটা কথাই বলতে পারি। আমি দেশের একজন নাগরিক। কোনও আইনের বাইরে আমি নই। দেশের সবার জন্য যা আইন তৈরি হয়েছে তা আমার জন্যও বর্তায়। আমি এই এই দেশে থাকি, তাই আমিও আইন মানতে বাধ্য।’ এর বেশি কিছু বলতে চাননি দেব।
আরও পড়ুন : চলতি মাসেই উদ্বোধন, হাওড়া থেকে কখন ছাড়বে বন্দে ভারত স্লিপার? কোন কোন স্টেশন ধরবে?
প্রসঙ্গত, ২০০৬ সালে অভিনয়ের কেরিয়ার শুরু দেবের। ২০১৪ তে তৃণমূলের হাত ধরে ঘাটালের সাংসদ হিসেবে রাজনৈতিক কেরিয়ার শুরু করেন তিনি। পরপর তিনবার সাংসদ হয়েছেন দেব। বর্তমানে অভিনয় নিয়েও বেশ ব্যস্ত তিনি। গত বছরের শেষে মুক্তি পেয়েছে তাঁর ‘প্রজাপতি ২’। আবার চলতি বছরেও একাধিক ছবির ঘোষণা সেরে রেখেছেন দেব।












