ভারতে ভেনেজুয়েলার তেল বিক্রি করতে প্রস্তুত আমেরিকা! তবে, ট্রাম্প প্রশাসন রাখল বিশেষ শর্ত

Published on:

Published on:

US is ready to sell Venezuelan oil to India.
Follow

বাংলাহান্ট ডেস্ক: নতুন এক কাঠামোর আওতায় ভারতকে (India) ভেনেজুয়েলার অপরিশোধিত তেল কেনার অনুমতি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র—এমনই ইঙ্গিত মিলেছে হোয়াইট হাউস সূত্রে। মার্কিন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা সংবাদ সংস্থা আইএএনএস-কে জানিয়েছেন, দীর্ঘদিনের নিষেধাজ্ঞার জেরে স্থগিত থাকা বাণিজ্যের একটি অংশ পুনরায় শুরু করার বিষয়ে ওয়াশিংটন ইতিবাচক অবস্থান নিয়েছে। ভারতের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদার প্রেক্ষিতে ভেনেজুয়েলার তেল আমদানি পুনরায় শুরু করা যাবে কি না—এই প্রশ্নের উত্তরে ওই কর্মকর্তা স্পষ্ট ভাষায় বলেন, “হ্যাঁ, আমরা প্রস্তুত।”

এবার ভারত (India) ভেনেজুয়েলার তেল কিনতে পারবে?

তবে তিনি এটাও জানান, চূড়ান্ত কাঠামো ও শর্তাবলি এখনও নির্ধারণের পর্যায়ে রয়েছে। কীভাবে লেনদেন হবে, অর্থপ্রবাহ কোন পথে যাবে এবং কোন সংস্থাগুলি এতে যুক্ত হবে—এই সব বিষয়েই বিস্তারিত নিয়ম তৈরি করা হচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরের মন্ত্রী ক্রিস্টোফার রাইট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ‘প্রায় সব দেশকেই’ ভেনেজুয়েলার তেল বিক্রির বিষয়ে উন্মুক্ত মনোভাব নিয়ে ভাবছে, তবে তা হবে কঠোরভাবে নিয়ন্ত্রিত একটি ব্যবস্থার আওতায়।

আরও পড়ুন:দিতে হবে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ! বেআইনি নির্মাণ মামলায় কড়া কলকাতা হাইকোর্ট

ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে রাইট বলেন, ভেনেজুয়েলার তেল আবার আন্তর্জাতিক বাজারে ছাড়ার অনুমতি দেওয়া হচ্ছে, কিন্তু পুরো প্রক্রিয়াটাই যুক্তরাষ্ট্র সরকারের তৈরি কাঠামোর মধ্যে থাকবে। তাঁর কথায়, তেল বিক্রি হলেও তার আর্থিক লেনদেন নির্দিষ্ট হিসাবে জমা হবে এবং তা সরাসরি ভেনেজুয়েলার সরকারের হাতে যাবে না। এই ব্যবস্থার মাধ্যমে নিষেধাজ্ঞা বজায় রেখেই সীমিত পরিসরে বাণিজ্য চালু রাখাই লক্ষ্য ওয়াশিংটনের।

মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে ভারত ছিল ভেনেজুয়েলার অন্যতম বৃহৎ তেল ক্রেতা। ফলে নতুন করে তেল আমদানির পথ খুললে ভারতের জ্বালানি নিরাপত্তা ও আমদানি কৌশলে তা গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। নিউইয়র্কে অনুষ্ঠিত একটি সম্মেলনে রাইট জানান, যুক্তরাষ্ট্র বর্তমানে মজুত থাকা ৩ কোটি থেকে ৫ কোটি ব্যারেল ভেনেজুয়েলার অপরিশোধিত তেল বাজারে ছাড়ার পরিকল্পনা করছে। পাশাপাশি ভবিষ্যৎ উৎপাদন থেকেও তেল বিক্রির উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

US is ready to sell Venezuelan oil to India.

আরও পড়ুন:আমেরিকার এই শহরে খালেদা জিয়ার নামে রাস্তার নামকরণ! শুরু বিতর্ক

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর একটি নতুন ব্যবস্থার আওতায় যুক্তরাষ্ট্র সর্বোচ্চ ৫ কোটি ব্যারেল ভেনেজুয়েলার তেল পরিশোধন ও বিক্রি করবে। তিনি দাবি করেন, মার্কিন তেল কোম্পানিগুলি ভেনেজুয়েলায় অন্তত ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এবং ক্ষতিগ্রস্ত তেল পরিকাঠামো মেরামত করে উৎপাদন বাড়াবে। তবে ওয়াশিংটন স্পষ্ট করেছে, ভেনেজুয়েলার তেল রপ্তানির পুরো প্রক্রিয়ায় কঠোর নিয়ন্ত্রণ বজায় থাকবে এবং কোন কোম্পানিকে বিনিয়োগের অনুমতি দেওয়া হবে, তা যুক্তরাষ্ট্র সরকারই নির্ধারণ করবে।