সরকারি কর্মীদের জন্য বিরাট আপডেট, ভোটের মাঝেই জারি হল নয়া বিধি, প্রভাব পড়বে বেতনে

বাংলা হান্ট ডেস্কঃ দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন। আগামী জুন মাস অবধি চলবে ‘দিল্লি দখলের লড়াই’। ভোটের ডিউটি নিয়ে ব্যস্ত সরকারি কর্মচারীরা (Government Employees)। তবে এর মাঝেই ভাতা নিয়ে জারি হল নয়া বিজ্ঞপ্তি। গত ৩০ এপ্রিল সরকারের কর্মীবর্গ ও প্রশিক্ষণ দফতরের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সম্প্রতি সরকারি কর্মীদের ‘লিভ ট্রাভেল কনসেশন’ (Leave Travel Concession) সম্বন্ধিত একটি বিধি জারি করা হয়েছে। কেন্দ্রের কর্মীবর্গ ও প্রশিক্ষণ দফতরের তরফ থেকে ভোটের মধ্যেই এই নতুন বিধি চালু করা হয়েছে। এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, বাড়ি অথবা অন্য কোনও জায়গায় ঘুরতে যাওয়ার জন্য একজন সরকারি কর্মীর এলটিসি তথা লিভ ট্রাভেল কনসেশন ও ১০ দিনের এনক্যাশমেন্ট পান। এবার এই লিভ এনক্যাশমেন্টের দাবি জানানোর নিয়মের বিস্তারিত জানিয়ে অফিস মেমোর‍্যান্ডাম জারি করা হল।

সেই বিজ্ঞপ্তি অনুসারে, এলটিসির অধীন কর্মীরা ৪ বছরের মধ্যে নিজের বাড়ি যাওয়ার জন্য অথবা ভারতের যে কোনও জায়গায় ঘুরতে যেতে গেলে সরকারের তরফ থেকে ছাড় পাবেন। এমতাবস্থায় ২ বছরের সময়ে সরকারি কর্মচারীরা নিজের বাড়ি যাওয়ার জন্য দু’বার ছাড় পাবেন। অথবা দুই বছরে একবার নিজের বাড়ি ও এরপরের দুই বছর একবার দেশের যে কোনও জায়গায় যাওয়ার জন্য ছাড় পাবেন।

আরও পড়ুনঃ ‘সব টাকা মিটিয়ে দিতে হবে’, হাই কোর্টে জোর ধাক্কা রাজ্যের! অবশেষে স্বস্তিতে সরকারি কর্মীরা

অন্যদিকে সিভিল সার্ভিসে নিযুক্ত সকল আধিকারিক, প্রতিরক্ষা ক্ষেত্রে চাকরিরত অসামরিক আধিকারিক কিংবা কর্মচারী, কেন্দ্রীয় ডেপুটেশনে থাকা ও কোনও রাজ্য সরকারের অধীনে চাকরিরত কর্মচারী, কেন্দ্রের চুক্তিভিত্তিক কর্মচারী, রিটায়ারমেন্টের পর ফের কেন্দ্রের দ্বারা নিযুক্ত কর্মচারীরা লিভ ট্রাভেল কনসেনশনের সুবিধা পাবেন।

অন্যদিকে সরকারের অধীন আংশিক নিযুক্ত কর্মচারী, রোজকার বেতন প্রাপ্ত কর্মচারী, রেলওয়ে কর্মীর (যদি রেলওয়ের কর্মীরা ৪ বছরের সময়ের মধ্যে অল ইন্ডিয়া এলটিসির যোগ্য), ভারতীয় হাই কমিশন, সামরিক বাহিনীর সদস্য অথবা দূতাবাসে চাকরিরত স্থানীয় কর্মচারীরা লিভ ট্রাভেল কনসেশনের সুবিধার জন্য যোগ্য হবেন না। সরকারি কর্মচারী ছাড়ের জন্য যোগ্য থাকলে এলটিভির সুবিধা কিন্তু মিলবে না।

Government employees allowance news

অফিস মেমো অনুসারে, বিধি ২-য়ে বলা হয়েছে, প্রতিরক্ষা ক্ষেত্রে কর্মরত অসামরিক কর্মী অথবা আধিকারিক, কেন্দ্রীয় সরকারের অধীন চুক্তিভিত্তিক নিযুক্ত কর্মী, রিটায়ারমেন্টের পর ফের কেন্দ্রের দ্বারা নিযুক্ত কর্মচারীরা ১ বছরের সার্ভিস পূরণ হয়ে গেলে তাঁরা লিভ ট্রাভেল কনসেশনের ক্ষেত্রে যোগ্য হবেন। এর জন্য কর্তৃপক্ষকে অনুমোদন দিতে হবে।

অন্যদিকে বলা হয়েছে, যদি চুক্তিভিত্তিক কর্মচারীরা প্রাথমিকভাবে ১ বছরের জন্য নিযুক্ত হলে এবং পরে যদি সেই কর্মীর মেয়াদ বৃদ্ধি হয় তাহলে সেই ব্যক্তি এলটিসির জন্য যোগ্য হবেন। অন্যদিকে রিটায়ারমেন্টের পর সঙ্গে সঙ্গে যদি অন্যত্র কর্মচারীকে নিযুক্ত করা হয় তাহলে সেক্ষেত্রে ‘সার্ভিস ব্রেক’ ধরা হবে না। সেটি অনুসারে তিনি লিভ ট্রাভেল কনসেশনের যোগ্য হবেন। অফিস মেমোর ৩ নং বিধিতে সরকারি কর্মচারীদের পরিবারকেও এলটিসির অধীনে থাকার কথা বলা হয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর