বাংলা হান্ট ডেস্ক: পূর্বাভাস মতো কলকাতায় তাপমাত্রা ফের বাড়ল শনিতে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে তাপমাত্রা সামান্য বাড়লেও শীত পুরোপুরি বিদায় নেবে না, ঠান্ডার তীব্রতা কিছুটা কমতে পারে কিছুটা।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
রবিবার থেকে থেকে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী সপ্তাহের মাঝামাঝি অবধি শীতের দাপট সামান্য কম থাকবে রাজ্যে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ বঙ্গোপসাগরের তৈরি হওয়া নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যা ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। যদিও এর সরাসরি কোনও প্রভাব এ রাজ্যের উপর পড়বে না।
আবহাওয়া দফতর বলছে, আগামী কয়েকদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রির আশেপাশেই থাকবে। আগামীকাল থেকে দক্ষিনবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের উপরে বা কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে।
আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় কুয়াশা থাকবে। উত্তুরে হাওয়া অবাধে ঢুকছে রাজ্যে। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে আগামী সাত দিন। বৃষ্টির পূর্বাভাস নেই।

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে ভয়ঙ্কর শীতের দাপট, অন্যদিকে দিনভর উত্তুরে হাওয়া। আপাতত ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গে। উত্তরের দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এবং কোচবিহার ও জলপাইগুড়িতে কুয়াশার কারণে জারি সতর্কতা। বাকি কালিম্পং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই জেলাগুলিতেও কম-বেশি কুয়াশা থাকবে।

দেখুন আরও খবর: আইপ্যাক-কাণ্ডে বিরাট পদক্ষেপ নিল রাজ্য সরকার, সুপ্রিম কোর্টে দাখিল ক্যাভিয়েট, পাল্টা চাপ বাড়াল ED
পৌষ মাস ফুরোতে আর মাত্র কয়েকটা দিন বাকি। উত্তরবঙ্গের সব জেলাতেই আপাতত দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরের কিছু জেলায় কোল্ড ডে-র মত পরিস্থিতি অব্যাহত থাকবে। আগামী সাতদিন শুষ্ক থাকবে উত্তরের আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।












