বিশ্বের একাধিক দেশের খিদে মেটাচ্ছে ভারত! হু হু করে বাড়ল চাল রফতানি, চমকে দেবে পরিসংখ্যান

Published on:

Published on:

Huge increase in India rice exports.
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে,
গত বছর ভারতের (India) চাল রফতানি ১৯.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা রীতিমতো রেকর্ডের কাছাকাছি পৌঁছে গিয়েছে। এমনিতেই, সরকার চাল রফতানির ওপর থেকে সমস্ত বিধিনিষেধ তুলে নিয়েছে। যার ফলে ভারতীয় চাল সস্তা হয়েছে এবং অন্যান্য দেশের সঙ্গে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে। সরকার ও এই শিল্প সংক্রান্ত আধিকারিকদের উদ্ধৃতি দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে। উল্লেখ্য যে, ভারত বিশ্বের বৃহত্তম চাল রফতানিকারী দেশ। ভারত থেকে সরবরাহ বৃদ্ধির কারণে থাইল্যান্ড এবং ভিয়েতনামের মতো অন্যান্য দেশে রফতানি হ্রাস পেয়েছে।

হু হু করে বাড়ল ভারতের (India) চাল রফতানি:

এদিকে, ভারতীয় রফতানি এশিয়ায় চালের দামকে প্রায় ১০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ঠেলে দিয়েছে। যা আফ্রিকা এবং অন্যান্য দরিদ্র দেশগুলির গ্রাহকদের জন্য স্বস্তি এনেছে। কারণ চাল কেনা তাদের কাছে সস্তা হয়ে গেছে। একজন সরকারি আধিকারিক জানিয়েছেন যে, গত মার্চ মাসে সরকার রফতানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ভারতীয় চাল রফতানি তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। ভারতে রেকর্ড উৎপাদনের ফলে সরবরাহ শক্তিশালী হয়েছে। এই কারণে ভারত ২০২২ এবং ২০২৩ সালে আরোপিত রফতানি নিষেধাজ্ঞা সম্পূর্ণরূপে তুলে নিয়েছে।

Huge increase in India rice exports.

কারা চাল কিনছে: একজন আধিকারিক জানিয়েছেন, ২০২৪ সালে চাল রফতানি বেড়ে ২১.৫৫ মিলিয়ন মেট্রিক টনে পৌঁছেছে। যা ২০২৩ সালে ১৮.০৫ মিলিয়ন মেট্রিক টন ছিল। ২০২২ সালে ভারত রেকর্ড ২২.৩ মিলিয়ন টন চাল রফতানি করেছে। এদিকে, ২০২৫ সালে নন-বাসমতি চাল রফতানি ২৫ শতাংশ বেড়ে ১৫.১৫ মিলিয়ন টনে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: ‘আমরা অভিনয় করছি’, T20 বিশ্বকাপ বিতর্কে বাংলাদেশের খেলোয়াড়দের মনোভাব জানালেন নাজমুল

এদিকে, বাসমতি চাল রফতানি ৮ শতাংশ বেড়ে রেকর্ড ৬.৪ মিলিয়ন টনে দাঁড়িয়েছে। বাংলাদেশ থেকে শুরু করে বেনিন, ক্যামেরুন, আইভরি কোস্ট এবং জিবুতির মতো দেশগুলিতে নন-বাসমতি চালের শিপমেন্ট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অপরদিকে, ইরান, সংযুক্ত আরব আমিরশাহী এবং ব্রিটেন প্রিমিয়াম বাসমতি চালের ক্রয় বাড়িয়েছে।

আরও পড়ুন: নতুন বছরের প্রথম টক্কর! নিউজিল্যান্ডের বিরুদ্ধে ODI-তে কেমন হবে ভারতের প্লেয়িং ইলেভেন?

জানিয়ে রাখি যে, সামগ্রিকভাবে ভারত যে গত পরিমাণ চাল রফতানি করে তা পরবর্তী ৩ টি বৃহত্তম চাল রফতানিকারী দেশ-থাইল্যান্ড, ভিয়েতনাম এবং পাকিস্তানের সম্মিলিত রফতানির চেয়েও বেশি। এই প্রসঙ্গে ওলাম এগ্রি ইন্ডিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নীতিন গুপ্ত, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল রাইস সামিট উপলক্ষ্যে জানান যে, অন্যান্য রফতানিকারী দেশের তুলনায় ভারতীয় চাল খুবই প্রতিযোগিতামূলক। কম দামের কারণে ভারত তার হারানো বাজারে অংশীদারিত্ব ফিরে পেয়েছে।