হুগলি ধর্ষণ কাণ্ডে গ্রেফতার ‘তৃণমূলের যুব নেতা’, ধৃত নির্যাতিতার নাবালক বন্ধু, আরও দুজনের খোঁজে পুলিশ

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : হুগলির হিন্দমোটরে বন্ধ কারখানায় নাবালিকা ধর্ষণের (Hooghly Rape Case) ঘটনায় ধৃত আরও এক। পুলিশের হাতে গ্রেফতার নাবালকের সঙ্গেই বৃহস্পতিবার ওই বন্ধ হয়ে যাওয়া কারখানায় ঘুরতে গিয়েছিলেন নির্যাতিতা। মূল অভিযুক্তকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতার স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে বলে খবর।

ব্ল্যাকমেল করে ধর্ষণের (Hooghly Rape Case) অভিযোগ তৃণমূল ঘনিষ্ঠের বিরুদ্ধে

পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটে ঘটনাটি। ষোল বছর বয়সী ওই নাবালিকা নিজের এক বন্ধুর সঙ্গে হিন্দমোটরের বন্ধ হয়ে যাওয়া ওই কারখানায় ঢুকেছিল। অভিযোগ উঠেছে, দুই সঙ্গীকে নিয়ে সেখানে হাজির হন ‘তৃণমূলের যুব নেতা’। অভিযোগ, নিজেকে সিভিক ভলান্টিয়ার বলে দাবি করে দুই নাবালককে ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে ধর্ষণ করেন নির্যাতিতাকে।

Hooghly rape case update another minor arrested

অভিযোগ করা হয় থানায়: বাড়ি ফিরে সমস্ত ঘটনা জানান ওই ছাত্রী। তারপরেই তার পরিবারের সদস্যরা উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই শুক্রবার মূল অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ। নির্যাতিতার সঙ্গে সেদিন যে নাবালক ছিলেন তাকেও গ্রেফতার করা হয়েছে। তবে মূল অভিযুক্তের সঙ্গে থাকা দুজনের খোঁজ মেলেনি এখনও।

আরও পড়ুন: সশরীরে দিতে হবে না হাজিরা, SIR শুনানি নিয়ে নয়া নির্দেশিকা কমিশনের

চলছে রাজনৈতিক চাপানউতোর: পকসো ধারায় রুজু করা হয়েছে মামলা (Hooghly Rape Case)। শনিবার আদালতে হাজির করানো হবে ধৃতদের। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে এলাকায়। শুক্রবারই বামের তরফে উত্তরপাড়া থানার সামনে বিক্ষোভ প্রদর্শন হয়। আগামী ১৪ জানুয়ারি উত্তরপাড়া বিক্ষোভের ডাকও দেওয়া হয়েছে দলের তরফে। অন্যদিকে বিজেপির দাবি, এর আগেও একাধিক অভিযোগ উঠেছে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তের বিরুদ্ধে। শাসকদলের ছত্রছায়ায় থাকেন অভিযুক্ত।

আরও পড়ুন : ৩১ জানুয়ারি লাস্ট ডেট, রাজ্য সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর

যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। শনিবার উত্তরপাড়া থানায় যান চন্দননগরের পুলিশ কমিশনার। এদিন তিনি বলেন, নির্যাতিতাকে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ। দুজনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। ধৃতদের একজন নাবালক। তাঁকে জুভেনাইল কোর্টে পেশ করা হবে।