বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। মূলত, শনিবার প্রতিরক্ষা মন্ত্রক (Ministry of Defence) জানিয়েছে যে, প্রাক্তন সৈনিক (ESM) এবং তাঁদের ওপর নির্ভরশীলদের জন্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কর্তৃক ঘোষিত আর্থিক সহায়তা বাস্তবায়িত হয়েছে। কেন্দ্রীয় সৈনিক বোর্ডের মাধ্যমে এক্স-সার্ভিসম্যান ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কর্তৃক বাস্তবায়িত প্রকল্পগুলির আওতায় এই বর্ধিত সহায়তা প্রদান করা হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রক আরও জানিয়েছে যে এই সিদ্ধান্ত প্রবীণ সৈনিকদের সেবা এবং ত্যাগকে সম্মান জানাতে সরকারের প্রতিশ্রুতি প্রতিফলিত করে।
বড় পদক্ষেপ প্রতিরক্ষা মন্ত্রকের (Ministry of Defence):
ইতিমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রক ‘এক্স’-এর একটি পোস্টে জানিয়েছে যে, কেন্দ্রীয় সৈনিক বোর্ডের মাধ্যমে এক্স-সার্ভিসম্যান ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কর্তৃক বাস্তবায়িত প্রকল্পগুলির অধীনে, প্রাক্তন সৈনিক (ESM) এবং তাঁদের ওপর নির্ভরশীলদের আর্থিক সহায়তার ১০০ শতাংশ বৃদ্ধি প্রবীণ সৈনিকদের সেবা এবং ত্যাগের প্রতি সরকারের প্রতিশ্রুতি প্রতিফলিত করে।
A 100% increase in financial assistance for Ex-Servicemen (ESM) and their dependents under schemes implemented by the Department of Ex-Servicemen Welfare through Kendriya Sainik Board reaffirms the Government’s commitment to honouring the service and sacrifice of the veterans. pic.twitter.com/Fo4pob7HyS
— Ministry of Defence, Government of India (@SpokespersonMoD) January 10, 2026
১০০ শতাংশ আর্থিক বৃদ্ধির মঞ্জুরি: উল্লেখ্য যে, ২০২৫ সালের অক্টোবরের শুরুতে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রাক্তন সৈনিকদের (ESM) জন্য আর্থিক সহায়তা ১০০ শতাংশ বৃদ্ধির অনুমোদন দেন। মন্ত্রকের তথ্য অনুযায়ী, প্রত্যেক বেনিফিশিয়ারির জন্য মাসিক ৪,০০০ টাকা থেকে বাড়িয়ে ৮,০০০ টাকা করা হয়েছে। ৬৫ বছরের বেশি বয়সী বয়স্ক ব্যক্তিরা এবং নন পেনশনার ESM ও তাঁদের বিধবা স্ত্রীরা, যাঁদের কোনও নিয়মিত আয় নেই, তাঁরা সারা জীবন নিরবচ্ছিন্ন সহায়তা পাবেন।
আরও পড়ুন: ভারতীয় রেলে আর দেখা যাবে না ব্রিটিশ আমলের এই চিহ্ন! বড় ঘোষণা করলেন রেলমন্ত্রী
পোস্ট গ্র্যাজুয়েট করা মহিলারা আর্থিক সুবিধা পাবেন: এডুকেশন গ্রান্টের ক্ষেত্রে দুই নির্ভরশীল সন্তান (প্রথম শ্রেণি থেকে স্নাতকোত্তর পর্যন্ত) অথবা ২ বছরের স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত বিধবা মহিলাদের জন্য সাহায্য প্রতি মাসে ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করা হয়েছে। বিবাহ অনুদান প্রতি বেনিফিশিয়ারির ক্ষেত্রে ৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ১০০,০০০ টাকা করা হয়েছে। এই আদেশ জারির পর বিবাহের ক্ষেত্রে, ESM-এর সর্বোচ্চ দুই কন্যা এবং বিধবাদের পুনর্বিবাহের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে। এই স্কিম প্রতিরক্ষা মন্ত্রীর এক্স-সার্ভিসম্যান ওয়েলফেয়ার ফান্ড থেকে প্রদান করা হয়। যা আর্মড ফোর্সেজ ফ্ল্যাগ ডে ফান্ডের (AFFDF) একটি সাবসেট।
আরও পড়ুন: বিশ্বের একাধিক দেশের খিদে মেটাচ্ছে ভারত! হু হু করে বাড়ল চাল রফতানি, চমকে দেবে পরিসংখ্যান
নন পেনশনারদের জন্য সোশ্যাল সিকিউরিটি জোরদার করা হবে: প্রতিরক্ষা মন্ত্রকের পূর্ববর্তী এক বিবৃতিতে বলা হয়েছিল, যে এই সিদ্ধান্ত পেনশনার নন এমন ব্যক্তি, বিধবা এবং নিম্ন আয়ের গোষ্ঠীর নির্ভরশীলদের জন্য সোশ্যাল সিকিউরিটি নেট জোরদার করবে। যেটি প্রবীণ সৈনিকদের সেবা এবং ত্যাগকে সম্মান জানাতে সরকারের প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে।












