বাংলা হান্ট ডেস্কঃ গতকালই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) মামলা থেকে সরে দাঁড়িয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। মঙ্গলবার বিচারপতি সেনগুপ্তের এজলাসে প্রাক্তন বিচারপতির মামলার শুনানি ছিল। তবে এরই মাঝে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে যান। এর পরই নতুন বেঞ্চে মামলা দেওয়ার জন্য ফাইল চলে যায় প্রধান বিচারপতির কাছে। হাইকোর্ট (Calcutta High Court) সূত্রে খবর, প্রাক্তন সহকর্মী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা এবার শুনবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
জানা যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় একসময়ের সহকর্মী হওয়ায় বিচারপতি জয় সেনগুপ্ত মামলাটি শুনতে চাননি। এবার আরেক সহকর্মীর বেঞ্চে গেল অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা। উল্লেখ্য, নিজের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর-কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। তার দায়ের করা মামলার শুনানি হবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে।
প্রসঙ্গত, সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লোকসভা ভোটে তমলুক আসন থেকে গেরুয়া শিবিরের হয়ে লড়ছেন তিনি। বিজেপিতে যোগদানের পর গত ৫ মে এক ঘটনার সূত্র ধরে FIR হয় প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে।
ওই দিন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় রীতিমতো ধুন্ধুমার বেঁধে যায়। সেই ইস্যুতেই মামলা দায়ের হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। ৫ তারিখ তমলুকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে যান অভিজিৎ। সেই উপলক্ষে শান্তিপূর্ণভাবেই বর্ণাঢ্য শোভাযাত্রা করে বিজেপি। তবে সেখানেই অশান্তি ছড়ানোর অভিযোগ ওঠে। একদিকে বিজেপির পথসভা, অন্যদিকে তমলুকের হাসপাতাল মোড়ে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে চাকরিহারাদের ধর্না-অবস্থান চালাচ্ছিলেন তৃণমূলপন্থী চাকরিহারারা শিক্ষকরা। বিজেপির মিছিল সেই চত্বরে পৌঁছতেই ঝামেলা শুরু হয়।
হঠাৎই বিজেপির মিছিলকে উদ্দেশ্য করে ‘চোর’ স্লোগান দিতে শুরু করেন তারা। ক্রমাগত ‘চোর’ স্লোগান তোলা হয় চাকরিহারা শিক্ষকদের মঞ্চ থেকে। অনশন মঞ্চের স্লোগানে উত্তেজনা ছড়ায়। পাল্টা স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরা। এরপরই পরিস্থিতি নাগালের বাইরে চলেছে যায়।
এরপর পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও কাজ হয়নি। এরই মধ্যে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকেরা শিক্ষকদের অনশন মঞ্চের দিকে তেড়ে আসে। পাথর ছোঁড়া থেকে চেয়ার ভাঙ্গা সবমিলিয়ে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পাথরের আঘাতে একজন শিক্ষক ও এক শিক্ষিকা আহত হন বলে খবর মেলে। এই ঘটনার পরই আন্দোলনকারীদের তরফে থানায় অভিযোগ জানানো হয়। বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ময়নার তিলখোজা এলাকার প্রশান্ত দাস-সহ অন্তত ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় তমলুক থানায়। খুনের চেষ্টা, হামলা, ভাঙচুর-সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ।
আরও পড়ুন: গরম যাবে চুলোয়! ফুঁসছে ঘূর্ণাবর্ত, ফের ভারী বৃষ্টির তোলপাড়, সুখবর দিল আবহাওয়া দপ্তর
তবে বিজেপি সূত্রে জানানো হয়, অশান্তির সময় ঘটনাস্থলে ছিলেন না অভিজিৎ। প্রায় দুই কিলোমিটার দূরে একটি হুড খোলা গাড়িতে চেপে পথসভা করছিলেন তিনি। তারপরও কেন তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হল তা নিয়ে আগেই প্রশ্ন ওঠে। সেই নিয়েই পুলিশের এফআইআর-কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান অভিজিৎ। এবার তার মামলা শুনবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।