বাংলাহান্ট ডেস্ক : আগামী ফেব্রুয়ারি মাসের শুরুতেই বাজেট। আগামী ১ লা ফেব্রুয়ারি পেশ হবে কেন্দ্রীয় বাজেট। এবারের বাজেটে নতুন কী ঘোষণা করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, সেদিকেই তাকিয়ে আমজনতা। সেই সঙ্গে প্রশ্ন থাকছে, এবারের বাজেটে কি রেল যাত্রীদের (Indian Railways) জন্য বিশেষ কোনও ঘোষণা থাকবে? প্রবীণ নাগরিকদের জন্য কি আবার ছাড় ফিরবে রেলে?
রেলের (Indian Railways) টিকিটে কি ছাড় ফিরবে প্রবীণ নাগরিকদের জন্য?
করোনা আসার আগে ২০২০ সাল নাগাদ প্রবীণ নাগরিকদের জন্য টিকিটে প্রচুর ছাড় দিত ভারতীয় রেল। ষাটোর্ধ্ব পুরুষ যাত্রীদের জন্য ৪০ শতাংশ ছাড় এবং ৫৮ বছরের ঊর্ধ্বে মহিলা যাত্রীদের জন্য ৫০ শতাংশ ছাড় দেওয়া হত রাজধানী, শতাব্দী, দুরন্ত এক্সপ্রেস এবং মেল ট্রেনে। কিন্তু করোনার তুলে নেওয়া হয় ছাড়।

ভাড়া বেড়েছে ট্রেনের: পরে মহামারি মিটতে প্রবীণ নাগরিকদের জন্য ছাড় ফিরিয়ে আনার দাবি জানিয়েছিলেন অনেকেই। কিন্তু সরকারের তরফে কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি। তবে সাম্প্রতিক সময়ে রেলের (Indian Railways) খরচ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভাড়াও বাড়ানো হয়েছে। ২৬ ডিসেম্বর থেকে বেড়ে গিয়েছে ভাড়া। ২১৫ কিমির মধ্যে জেনারেল কোচে যারা সফর করবেন, তাদেরও বর্ধিত ভাড়া দেওয়ার প্রয়োজন নেই।
আরও পড়ুন : সশরীরে দিতে হবে না হাজিরা, SIR শুনানি নিয়ে নয়া নির্দেশিকা কমিশনের
আয় বেড়েছে রেলের: ২১৫ কিমির পর থেকে প্রতি ১ কিমির জন্য ভাড়া বেড়েছে ১ পয়সা করে। মেইল এবং এক্সপ্রেস ট্রেনে এসি এবং নন এসি ক্লাসে প্রতি দুই কিমিতে ভাড়া বেড়েছে দুই পয়সা করে। যারা ৫০০ কিমির বেশি দূরত্বে সফর করবেন, তাদের জন্য নন এসি কামরার ক্ষেত্রে ১০ টাকা করে বাড়ানো হয়েছে ভাড়া। রেলের তরফে জানানো হয়েছে, এতে ৬০০ কোটি টাকা আয় হবে ভারতীয় রেলের।
আরও পড়ুন : হুগলি ধর্ষণ কাণ্ডে গ্রেফতার ‘তৃণমূলের যুব নেতা’, ধৃত নির্যাতিতার নাবালক বন্ধু, আরও দুজনের খোঁজে পুলিশ
তাই আসন্ন বাজেটে জনগণের আশা, রেলের টিকিটে প্রবীণ নাগরিকদের জন্য আবারও ছাড়ের ব্যবস্থা করা হতে পারে। যদি আসন্ন কেন্দ্রীয় বাজেটে প্রবীণ নাগরিকদের জন্য আবারও ছাড় ফেরে তবে তাতে বহু প্রবীণ নাগরিকের সুবিধা হবে।












