বাংলা হান্ট ডেস্ক: দেশের প্রতিটা নাগরিকের ব্যাঙ্কে সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে ৪৬৭১৫ টাকা! সম্প্রতি সমাজ মাধ্যমে ছড়িয়েছে এমনই একটি সরকারি প্রকল্পের কথা। যেখানে দাবি করা হয়েছে যে, কেন্দ্রীয় অর্থ মন্ত্রক দেশের প্রতিটি নাগরিকের ব্যাঙ্কের অ্যাকাউন্টে ৪৬৭১৫ টাকা আর্থিক সহায়তা হিসাবে জমা করছে। এমন বার্তা পেয়েছে অনেকেই। তবে এই ভাইরাল বার্তা বিষয়ে ভারত সরকারের অফিসিয়াল সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) ফ্যাক্ট টিম এই ভাইরাল দাবি তদন্ত করছে এবং এটিকে সম্পূর্ণ ভুয়া বলে চিহ্নিত করেছে (Financial Fraud)। এছাড়াও মন্ত্রক স্পষ্টভাবে বলেছে যে অর্থ মন্ত্রক তেমন কোন প্রকল্পের ঘোষণা করেনি বা শুরুও করেনি।
দেশে অর্থ-সঙ্কট! ৪৬ হাজার টাকা? সত্যি নাকি গুজব (Financial Fraud)
এই ভুয়া বার্তার সঙ্গে একটি রেজিস্ট্রেশন ফর্ম সাপোর্ট নামে একটি লিঙ্ক দেওয়া হচ্ছে। ওই ধরনের লিঙ্ক প্রায়শই ফিশিংয়ের জন্য ব্যবহার করা হয়। ফিশিং শব্দের অর্থ হল, এই লিঙ্কে ক্লিক করলে আপনার ব্যক্তিগত তথ্য অথবা ব্যাঙ্কের বিবরণ পৌঁছে যেতে পারে প্রতারকদের কাছে। যার ফলে কেমন রেজিস্ট্রেশনের অজুহাতে আপনার সমস্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে নেবে (Financial Fraud)।

আরও পড়ুন: যাত্রীদের অজান্তেই অপরাধ, ট্রেনে এই ৫ ইলেকট্রিক যন্ত্র চালালে হতে পারে জেল
একই সঙ্গে সরকার জনগনকে সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া এই ধরনের কোন ধরনের বার্তায় বিশ্বাস না করা এবং অফিসিয়াল পোর্টালে গিয়ে এর সত্যতা যাচাই করার জন্য অনুরোধ করেছে। পাশাপাশি দেশের নাগরিকদের সুরক্ষার জন্য এই ধরনের কোন সন্দেহজনক লিঙ্কে ব্যাঙ্কের বিবরণ বা ব্যক্তিগত তথ্য শেয়ার না করার থেকে বিরত থাকতে জানিয়েছে সরকার।
🚨Just click on the link & share your personal info to get ₹46,715 from the Govt 💸
Sounds too good to be true? Think again!
A #WhatsApp message claims that the Ministry of Finance is offering financial aid of ₹46,715 to the poor. #PIBFactCheck
🚫 This is a SCAM!
🚫… pic.twitter.com/FcmmBU56LS— PIB Fact Check (@PIBFactCheck) January 5, 2026
এই বার্তা বা ভিডিও ফরওয়ার্ড করার পরিবর্তে সাইবার সেল বা PIB ফ্যাট চেকের রিপোর্ট করা প্রয়োজন। কারণ সাইবার জালিয়াতিরা প্রতিদিন নতুন নতুন কৌশল অবলম্বন করছেন। ফিশিং তার মধ্যে একটি। এর মাধ্যমে যে কেউ সব হারাতে পারে।
তাই নিজেকে বাঁচানোর জন্য যে কোন অজানার লিঙ্কে ক্লিক করার আগে ভালো করে ভেবে নিন। কারণ ব্যাঙ্কের বিবরণ, ওটিপি, সিভিভির মতন গুরুত্বপূর্ণ তথ্য অন্য কারো সঙ্গে শেয়ার করার থেকে বিরত থাকুন। কিছু ভুল মনে হলে অবিলম্বে পুলিশের সঙ্গে যোগাযোগ করুন। কারণ আপনার সর্তকতা আপনাকে বড় ধরনের জালিয়াতি থেকে বাঁচাতে পারে (Financial Fraud)।












