বাংলা হান্ট ডেস্ক: বছরের প্রথম দিন থেকে আকাশছোঁয়া সোনার দাম (Gold Price)। সোনার দাম বৃদ্ধি পাওয়ায় যথারীতি কপালে চিন্তার ভাঁজ পড়েছে মধ্যবিত্তদের। তার ওপর সামনেই আছে বিয়ের মাস। এই সময় বহু মানুষ সোনার গহনা কেনার পরিকল্পনা করেন। কিন্তু বিয়ের মাসের আগে হলুদ ধাতুর দর বেড়ে যাওয়ায়, গহনা কেনা এখন মধ্যবিত্তদের কাছে স্বপ্ন সমান হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সময়ে আপনি যদি গহনা কেনার পরিকল্পনা করেন, তাহলে দেখে নিন সপ্তাহের শেষে বাজারের লেটেস্ট গোল্ড প্রাইস।
সপ্তাহান্তে বাজারে সোনা ও রুপোর দাম কত যাচ্ছে জানুন? (Gold Price)
সোনার দাম প্রতিদিনই ওঠানামা করে। তবে বাংলার বাজারে গত কয়েকদিন ধরেই সোনার দাম বেড়েই চলেছে। যার ফলে কাল ঘাম ছুটছে জন সাধারনের। আজ ১১ জানুয়ারি সোমবার সপ্তাহের শেষ দিনে সোনার দামে (Gold Price) লাফ দেখা গেল। আবারও সোনার দাম বেড়ে গেল বাংলায়। আজ কিনতে কত খরচ হবে, দেখুন নতুন রেটচার্ট।

আরও পড়ুন: ৪৬ হাজার টাকা দিচ্ছে অর্থমন্ত্রক? ভাইরাল মেসেজে দেশজুড়ে বিভ্রান্তি, জানুন সত্যিটা
আজ ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৩২৫৫ টাকা (+১১৫)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৩২৫৫০ টাকা (+১১৫০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৩৯৪৫ টাকা (+১২০)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৩৯৪৫০ টাকা (+১২০০)। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৩৮৭৫ টাকা (+১১৫)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৩৮৭৫০ টাকা (+১১৫০)।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৪৯৩০(+৬৩৫) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৪৯৩০০(+৬৩৫০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৪৯২০টাকা (+৬৩৫)। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৪৯২০০টাকা (+৬৩৫০)।
সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে বিশেষজ্ঞদের মতে, চলতি বছর আরও বাড়তে পারে হলুদ ধাতুর দর। তাই এর আগে যার সোনা কিনেছেন তাদের চিন্তা না থাকলেও। বর্তমানে যারা গহনা কিনবেন তাদের পকেটে চাপ পড়বে।












