বাংলা হান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির ২৪ ঘণ্টার মধ্যেই দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। চিঠিতে তিনি স্পষ্টভাবে লেখেন, এসআইআর প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী যে অভিযোগ করছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
চিঠিতে কী লিখেছেন শুভেন্দু (Suvendu Adhikari)?
শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দাবি, বাংলায় অবাধ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে SIR একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সেই প্রক্রিয়াকে লাইনচ্যুত করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। এমন অভিযোগই তোলেন বিরোধী দলনেতা। চিঠিতে তিনি লেখেন, রাজনৈতিক স্বার্থে SIR প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ফেলা হচ্ছে। উল্লেখ্য, এর ঠিক একদিন আগেই দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে চতুর্থ চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই চিঠিতে তিনি SIR শুনানিতে সাধারণ ভোটারদের হয়রানি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, কবি জয় গোস্বামী, ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি এবং অভিনেতা-সাংসদ দীপক অধিকারী (দেব)-কে শুনানির নোটিস পাঠানোর কড়া নিন্দা করেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানান, যাতে শুনানির সময় সাধারণ মানুষের হয়রানি কমানো হয়। টাইপ করা চিঠির শেষে কলম দিয়ে দু’টি লাইন লেখেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি উল্লেখ করেন, “যদিও আমি জানি, আপনি কোনও উত্তর বা ব্যাখ্যা দেবেন না। তবু আপনাকে সবটা জানানো আমার দায়িত্ব।” এই চিঠির পরিপ্রেক্ষিতেই যে তিনি পাল্টা চিঠি লিখছেন, তা নিজের চিঠির বিষয়বস্তুর শুরুতেই স্পষ্ট করে দেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী যেমন তিন পাতার চিঠি লিখেছেন, তেমনই বিরোধী দলনেতাও তিন পাতার চিঠিতে একে একে মুখ্যমন্ত্রীর সমস্ত অভিযোগ খারিজ করেছেন।
মুখ্যমন্ত্রী তাঁর চিঠিতে দাবি করেছিলেন, SIR প্রক্রিয়ার কারণে ৭৭ জনের মৃত্যু হয়েছে। এই দাবি সম্পূর্ণ মনগড়া বলে উল্লেখ করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর বক্তব্য, SIR-এর জন্য এতজনের মৃত্যু হয়েছে, এমন কোনও বিশ্বাসযোগ্য তথ্য নেই। এই প্রসঙ্গে তিনি করোনা কালে মৃত্যুর তথ্য নিয়েও তুলনা টানেন।
অমর্ত্য সেন-সহ বিশিষ্ট ব্যক্তিদের শুনানির নোটিস পাঠানো নিয়েও যুক্তি দেন শুভেন্দু অধিকারী। চিঠিতে তিনি লেখেন, আইনের চোখে সবাই সমান। পরিচিতি বা খ্যাতির ভিত্তিতে কাউকে আইনের বাইরে রাখা যায় না।

আরও পড়ুনঃ মমতার পথেই অভিষেক, ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে জোরালো ঘোষণা নেতার
চিঠির শেষাংশে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে বিশেষ অনুরোধ জানান বিরোধী দলনেতা (Suvendu Adhikari)। শুভেন্দু অধিকারী লেখেন, “আপনার কাছে আমার অনুরোধ, এইসব অন্যপথে চালিত করার কৌশলকে উপেক্ষা করে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করুন।”












