বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের IPL (Indian Premier League) প্রায় শেষের পথে। এরপরেই শুরু হতে চলেছে ক্রিকেটের আরেক মেগা টুর্নামেন্ট T20 বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup)। ইতিমধ্যেই এই টুর্নামেন্টকে মাথায় রেখে ঘোষণা করা হয়েছে ভারতীয় দল (Indian National Cricket Team)। যেখানে সুযোগ পেয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant) এবং রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson)।
যদিও, তাঁদের মধ্যে দলের প্রথম উইকেটকিপার হিসেবে কে খেলবেন তা নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা। IPL-এ দুই খেলোয়াড়ই ভালো পারফরম্যান্স প্রদর্শন করেছেন। এই প্রসঙ্গে ভারতের প্রাক্তন ক্রিকেট তারকা তথা KKR-এর মেন্টর গৌতম গম্ভীর বড় প্রতিক্রিয়া জানিয়েছেন। এর পাশাপাশি, তিনি তাঁর পছন্দের উইকেটকিপারও ঠিক করে নিয়েছেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে গম্ভীর জানিয়েছেন, “IPL-এ পন্থ ব্যাট করছেন মিডল অর্ডারে। অপরদিকে, সঞ্জু ব্যাট করেছেন টপ অর্ডারে।” এমতাবস্থায় গম্ভীর বোঝাতে চেয়েছেন যে, ভারতের টপ অর্ডারে একাধিক ব্যাটার থাকায় হয়তো নতুন করে কাউকে দরকার পড়বে না। যার ফলে পরিস্থিতি অনুযায়ী, মিডল অর্ডারে পন্থ অনেক বেশি নির্ভরযোগ্য হয়ে উঠবেন।
আরও পড়ুন: দেশের স্বাস্থ্য খাতে বিরাট অগ্রগতি! সফল হল পোর্টেবল হাসপাতালের পরীক্ষা, নজির গড়ল ভারতীয় বায়ু সেনা
এর পাশাপাশি গম্ভীর আরও জানান যে, “পন্থ বাঁ হাতি ব্যাটার হওয়ায় তার দলের মিডল অর্ডারে বৈচিত্র আনার ক্ষমতা রয়েছে। বর্তমানে ভারতীয় দলের কম্বিনেশনের কথা মাথায় রেখে আমি এটা বলতে পারি যে, এই মুহূর্তে টপ অর্ডার নয় বরং, মিডল অর্ডারে ব্যাট করতে পারে এমন উইকেটকিপারের প্রয়োজন।” এদিকে, গৌতম গম্ভীর এটাও স্বীকার করে নিয়েছেন যে, পন্থের ব্যাটিংয়ের মধ্যে বৈচিত্র রয়েছে।
আরও পড়ুন: গুলিতে এফোঁড়-ওফোঁড়! চলে গেলেন সচিনের “কাছের মানুষ”, তদন্তে নামল পুলিশ
KKR-এর মেন্টর অবশ্য জানিয়েছেন, দল চাইলে সঞ্জু স্যামসনকে ফিনিশার হিসাবে খেলানো যেতে পারে। সেক্ষেত্রে প্রথম একাদশে তাঁর স্থান হতে পারে। গম্ভীরের মতে, “যদি এটা মনে হয় যে, সঞ্জু ছয় বা সাত নম্বরে নেমে বেশি রান করবে, সেক্ষেত্রে ওকে খেলানো যেতে পারে।” তবে, যেই খেলোয়াড়কেই খেলানো হোক না কেন তার পাশে থাকতে হবে বলেও জানান গম্ভীর।