বাংলা হান্ট ডেস্ক: ২০২৬-এর T20 বিশ্বকাপ শুরু হতে আর বেশি বাকি নেই। এমতাবস্থায়, ক্রিকেট দুনিয়ার কিংবদন্তিরা টুর্নামেন্টের সেমিফাইনালিস্ট, ফাইনালিস্ট এবং বিজয়ী দল সম্পর্কে তাঁদের ভবিষ্যদ্বাণী জানাচ্ছেন। এই আবহে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) একটি গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি T20 বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়াকে আবারও টুর্নামেন্ট জয়ের জন্য ফেভারিট হিসেবে ঘোষণা করেছেন। সৌরভ কারণও ব্যাখ্যা করেছেন। জানিয়ে রাখি যে, T20 ক্রিকেটের ইতিহাসে আজ পর্যন্ত কোনও দলই তাদের শিরোপা রক্ষা করতে পারেনি। এদিকে, এই বছরের T20 বিশ্বকাপ ভারত এবং শ্রীলঙ্কায় সম্পন্ন হচ্ছে। তাই সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দলের কাছে শিরোপা রক্ষা করে ইতিহাস গড়ার দুর্দান্ত সুযোগ রয়েছে।
কী জানিয়েছেন সৌরভ (Sourav Ganguly)?
এই মেগা টুর্নামেন্টে ভারতের জয়ের সম্ভাবনা সম্পর্কে বলতে গিয়ে, সৌরভ গাঙ্গুলি দলের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। বিশেষ করে ভারতের স্পিনারদের মান এবং বরুণ চক্রবর্তীর দলে থাকার ইতিবাচক বিষয়ট ও উপস্থাপিত করেন তিনি। ANI অনুসারে, সৌরভ গাঙ্গুলি সাংবাদিকদের বলেন, ‘ভারত আমার প্রিয় দল। কারণ তাদের কাছে বিশ্বের সেরা স্পিনার রয়েছে। বরুণ চক্রবর্তী ফিট। এই বিশ্বকাপে ভারতই প্রিয়।’

উল্লেখ্য যে, সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া আগামী ৭ ফেব্রুয়ারি আসন্ন T20 বিশ্বকাপে অভিযান শুরু করবে। ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে US-এর বিরুদ্ধে। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানও ভারতের গ্রুপে রয়েছে।
ভারত বনাম পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটি আহ ১৫ ফেব্রুয়ারি সম্পন্ন হবে।
আরও পড়ুন: দৈনিক ৩ জিবি ডেটা সহ দুর্ধর্ষ রিচার্জ! দাম মাত্র ৪০ টাকা, এই টেলিকম সংস্থা দিল বিরাট উপহার
এদিকে, ২০২৬ সালের T20 বিশ্বকাপের জন্য ইতিমধ্যেই ভারতীয় দল ঘোষণা করেছে BCCI। T20 বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের T20 সিরিজ খেলে ঘোষণা করা দলে থাকা ১৫ জন খেলোয়াড় তাঁদের প্রস্তুতি আরও জোরদার করবেন।
আরও পড়ুন: ১০০ শতাংশ বৃদ্ধি! ভারতের বীর সেনাদের জন্য বড় পদক্ষেপ কেন্দ্রের, আর্থিক দিক থেকে আর নেই চিন্তা
T20 বিশ্বকাপ ২০২৬-এর জন্য টিম ইন্ডিয়া: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন, শিবম দুবে, ঈশান কিষাণ, হার্দিক পাণ্ডিয়া, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর এবং রিঙ্কু সিং।












