বাংলা হান্ট ডেস্কঃ গত বছর মেলেনি তরুণের স্বপ্ন (Taruner Swapno Scheme) প্রকল্পের টাকা। ছাত্র-ছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন তরুণের স্বপ্ন প্রকল্পের (Taruner Swapno Scheme) ১০০০০ টাকা ঢুকছিল না সেটা নিয়ে জল্পনা বাড়ছিল। তবে এবার সেসবের ইতি। বৃহস্পতিবার স্টুডেন্ট উইক সমাপ্তি অনুষ্ঠানে ট্যাবের টাকা নিয়ে বড় আপডেট দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
‘তরুণের স্বপ্ন’ নিয়ে সুখবর শোনালেন শিক্ষামন্ত্রী | Taruner Swapno Scheme
শিক্ষামন্ত্রী বলেন, “স্টুডেন্ট উইক সমাপ্তি অনুষ্ঠানে খেলাধুলায় ভাল ফল করা ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করার পাশাপাশি, দুপুর ১২টার পর থেকে ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের আওতায় একাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব বা মোবাইল কেনার টাকাও তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে।”
আগে জানা গিয়েছিল, জানুয়ারি মাসে ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের আওতায় ট্যাব কেনার টাকা দেওয়া হবে। রাজ্যের প্রায় ৬ লক্ষ পড়ুয়ার অ্যাকাউন্টে সরাসরি প্রকল্পের ১০ হাজার টাকা জমা হবে। তবে ঠিক কবে দেওয়া হবে সেই দিনক্ষণ এতদিন না জানা গেলেও এবার সে বিষয়ে স্পষ্ট বার্তা দিলেন শিক্ষামন্ত্রী।
উল্লেখ্য, একাদশ শ্রেণির মোট ৮ লক্ষ ৫০ পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা পৌঁছে দেওয়ার ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের এর জন্য খরচ ৮৫০ কোটি টাকা। এর মধ্যে কারিগরি শিক্ষার পড়ুয়ার রয়েছে ৪০ হাজার।

আরও পড়ুন: SIR নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ ‘ভিত্তিহীন’, নির্বাচন কমিশনকে পাল্টা চিঠিতে শুভেন্দু লিখলেন…
উল্লেখ্য, রাজ্যের ছাত্র-ছাত্রীদের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতার বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার মধ্যে অন্যতম হল ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প। এর মাধ্যমে একাদশ এবং দ্বাদশ শ্রেণির স্কুল পড়ুয়ারাদের এককালীন ১০,০০০ টাকা করে দেওয়া হয়ে থাকে।












