একইসাথে তিন ফুটবলারকে ছেড়ে বড় ধামাকার প্রস্তুতি মোহনবাগানের! এবার খেলবেন জোড়া বিশ্বকাপার

বাংলা হান্ট ডেস্ক: পরের মরশুমের জন্য শক্তিশালী দল গড়ার ক্ষেত্রে বিশেষ নজর দিচ্ছে মোহনবাগান (Mohun Bagan)। এক্ষেত্রে, কোনোরকম খামতি রাখতে চাইছে না তারা। এমনিতেই, ISL (Indian Super League)-এর লিগ-শিল্ড জিতলেও এবারে কাপ হাতছাড়া হয়েছে সবুজ-মেরুনের। তবে, সেই মন খারাপকে দূরে সরিয়ে রেখেই নতুন দল গঠনের জন্য একাধিক বড় পদক্ষেপ গ্রহণ করার পথে হাঁটছে মোহনবাগান।

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, দল থেকে কিছু ফুটবলারকে ছেড়ে দেওয়ার পাশাপাশি যুক্ত করা হবে নতুন ফুটবলারদের। এমতাবস্থায়, ISL-এর পাশাপাশি, পরের মরশুমে এশীয় পর্যায় ভালো ফলাফলের দিকে চোখ থাকছে মোহনবাগানের। এমন পরিস্থিতিতে, সমস্ত কিছু ঠিকঠাকভাবে এগোলে পরের মরশুমেই মোহনবাগানের হয়ে খেলতে দেখা যাবে দুই বিশ্বকাপারকে।

Mohun Bagan preparing for big bang.

এমনিতেই জেসন কামিংস তো রয়েছেন। এবার তাঁর সঙ্গে জেমি ম্যাকলারেনের খেলা প্রায় পাকা হয়েছে বলে সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে। পাশাপাশি, পরিকল্পনামাফিক সবকিছু ঠিকঠাক থাকলে কিছুদিনের মধ্যেই ম্যাকলারেনের সইয়ের বিষয়টি সামনে আনা হতে পারে। এছাড়াও, এটাও খবর মিলেছে যে, ওই খেলোয়াড়ের অস্ট্রেলিয়ার জাতীয় দলে খেলা নিয়ে যে সমস্যা চলছিল, তা মিটে গিয়েছে।

আরও পড়ুন: পন্থ নাকি সঞ্জু? T20 বিশ্বকাপে গম্ভীরের “ফেভারিট” কে? নিজেই জানালেন KKR-এর মেন্টর

ছেড়ে দেওয়া হবে এই ফুটবলারদের: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, প্রাপ্ত তথ্য অনুযায়ী চেন্নাইয়িনে সই করতে চলেছে লালরিনলিয়ানা হামতে এবং কিয়ান নাসিরি। তাই, তাঁদের ছেড়ে দেওয়ার বিষয়টি কার্যত নিশ্চিত। এই সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণাও কয়েকদিনের মধ্যেই হতে পারে। এর পাশাপাশি ছেড়ে দেওয়া হবে গ্লেন মার্টিন্সকেও। প্রাক্তন কোচ ফেরান্দো গোয়া থেকে গ্লেনকে নিয়ে এলেও হাবাসের অধীনে গ্লেন সুযোগই পাননি। এমতাবস্থায়, আগামী মরশুমের জন্য তিনি হাবাসের পরিকল্পনাতেও নেই বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: দেশের স্বাস্থ্য খাতে বিরাট অগ্রগতি! সফল হল পোর্টেবল হাসপাতালের পরীক্ষা, নজির গড়ল ভারতীয় বায়ু সেনা

সবথেকে দামি ফুটবলার: এদিকে, তারকা ফুটবলার ম্যাকলারেনের সাথে মোহনবাগান মোটা টাকায় চুক্তি করতে চলেছে বলে খবর মিলেছে। সমগ্র দলের সবথেকে দামি ফুটবলার তিনিই হতে চলেছেন। তবে, অন্যান্য খেলোয়াড়দের তুলনায় তাঁর গুণমানও যে ভালো এই বিষয়ে কোনো সন্দেহ নেই। দীর্ঘদিন ধরেই তিনি অস্ট্রেলিয়ার জাতীয় দলে খেলছেন। পাশাপাশি, ম্যাকলারেন অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগের সর্বোচ্চ গোলদাতা হিসেবেও বিবেচিত হচ্ছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর