স্রেফ সুদে ৬ লক্ষ টাকা! পোস্ট অফিসের নতুন স্কিম ঘোষণা..

Published on:

Published on:

Post Office interest alone amounts to 6 lakh rupees amazing scheme
Follow

বাংলা হান্ট ডেস্ক: পোস্ট অফিস এমন একটি জায়গা যেখানে প্রতিটি বয়স ও প্রতিটি শ্রেণীর জন্য সঞ্চয় করার প্রকল্প আছে (Post Office)। এই প্রকল্প কেবলমাত্র ভালো রিটানই দেবে না। পাশাপাশি নিরাপত্তাও দেবে। অর্থাৎ সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে বিনিয়োগের বিকল্প হয়ে ওঠে পোস্ট অফিস। যদিও পোস্ট অফিসের মাসিক আয়ের প্রকল্পের কথা বলতে গেলে, প্রতি মাসে নির্দিষ্ট আয় দেয়। আর আজকের প্রতিবেদনে রইল এমন একটি স্কিমের কথা যেখানে আপনি সুদেই ৬ লক্ষ টাকা পাবেন। জানুন বিস্তারিত।

 সুদেই ৬ লক্ষ টাকা! পোস্ট অফিসের চমকপ্রদ স্কিম (Post Office)

পোস্ট অফিস এমন একটি জায়গা যেখানে প্রতিটি বয়স ও প্রতিটি শ্রেণীর জন্য সঞ্চয় করার প্রকল্প আছে (Post Office)। এই প্রকল্প কেবলমাত্র ভালো রিটানই দেবে না। পাশাপাশি দেবে নিরাপত্তাও । অর্থাৎ সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে বিনিয়োগের বিকল্প হল পোস্ট অফিস। পোস্ট অফিস মাসিক আয় প্রকল্পের কথা বলতে গেলে, প্রতি মাসে নির্দিষ্ট আয় দেয়। আজকের প্রতিবেদনে রইল পোস্ট অফিসের এমন একটি স্কিমের বিষয়ে তথ্য যেখানে আপনি সুদ বাবদ পাবেন ৬ লক্ষ টাকা।

Post Office interest alone amounts to 6 lakh rupees amazing scheme

আরও পড়ুন: শীতের মরশুমে সপ্তাহান্তে বাজেট ট্রিপ চান? মাত্র ১০০ টাকায় কলকাতার ৫ জায়গা ঘুরে দেখুন

ডাকঘর বিনিয়োগকারীদের কেবল টাকা সুরক্ষিত রাখেনা। পাশাপাশি দেয় ভালো রিটার্ন। সম্প্রতি একটি পোস্ট অফিস রেকর্ডিং ডিপোজিট স্কিমে ৬.৭০% সুদের হার ঘোষণা করা হয়েছে। যেখানে একজন বিনিয়োগকারী মাত্র ১০০ টাকা দিয়েই এই অ্যাকাউন্ট খুলতে পারবেন।

পাশাপাশি এই স্কিমের অন্য আরেকটি সুবিধা হল, নির্দিষ্ট সময়ের পরে জমানো টাকার ৫০ শতাংশ পর্যন্ত লোন নেওয়ার সুযোগ রয়েছে। এছাড়াও আপনি যদি তিন বছর পর এই স্কিমটিকে বন্ধ করতে চান তাহলে সুদ সহ আপনার সঞ্চিত টাকা আপনার হাতে দিয়ে দেওয়া হবে।

এই স্কিমটি সরকারি স্কিম হওয়ায় একদিকে যেমন আপনার টাকা সম্পূর্ণ নিরাপদে রয়েছে। অপরদিকে বিনিয়োগকারীদের জন্য একটা বড় নিশ্চিন্তের জায়গা তৈরি হয়েছে। এছাড়া, এই স্কিম শুধুমাত্র যে সঞ্চয় কারীদের জন্য তা নয়। এই স্কিমটি তাদের জন্য যারা আকর্ষণীয় দীর্ঘ মেয়াদি বিনিয়োগ এবং সুদের থেকে স্থায়ী আয় করতে চান (Post Office)।