বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলের (Indian Railways) নতুন অ্যাপ RailOne এর মাধ্যমে বিভিন্ন পরিষেবা পাওয়া যাবে একই প্ল্যাটফর্মে। ট্রেনের টিকিট কাটার জন্য হুড়োহুড়ি, তাড়াহুড়োর মধ্যে স্টেশনের লাইনে দাঁড়ানোর ঝক্কি এবার শেষ হতে চলেছে। রেলের নতুন অ্যাপটি ব্যবহার করে বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমে বুক করা যাবে টিকিট।
নতুন অ্যাপে কাটা যাবে ট্রেনের (Indian Railways) টিকিট
আগে লোকাল ট্রেনের টিকিট কাটার জন্য ব্যবহার করা হত ইউটিএস অ্যাপ। অন্যদিকে দূরপাল্লার ট্রেনের টিকিটের জন্য ব্যবহার করা হয় আইআরসিটিসি অ্যাপ। তবে এখন আর আলাদা আলাদা অ্যাপ ব্যবহার করার প্রয়োজন নেই। নতুন অ্যাপ দিয়েই কাটা যাবে দুরকম টিকিট। কী কী সুবিধা পাওয়া যাবে এই অ্যাপে?

কী কী পরিষেবা মিলবে: RailOne অ্যাপের মাধ্যমে লোকাল ট্রেনের টিকিট থেকে এক্সপ্রেস ট্রেনের (Indian Railways) টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিটও কাটা যাবে। অর্থাৎ এখন আর একাধিক অ্যাপ ফোনে রাখার দরকার নেই ব্যবহারকারীদের। এতে বাঁচবে ফোনের স্টোরেজও। কীভাবে ব্যবহার করবেন RailOne অ্যাপ? এর জন্য আগে সঠিক রেজিস্ট্রেশন দরকার।
আরও পড়ুন : হুগলি ধর্ষণ কাণ্ডে গ্রেফতার ‘তৃণমূলের যুব নেতা’, ধৃত নির্যাতিতার নাবালক বন্ধু, আরও দুজনের খোঁজে পুলিশ
কীভাবে কাটবেন টিকিট: প্রথমে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে অ্যাপটি। এবার রেজিস্টার অপশনে গিয়ে নাম, ইমেল আইডি এবং শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে করতে হবে সাইন আপ। ফোনে আসা ওটিপি নম্বর দিয়ে ভেরিফাই করতে হবে। তবে পরে অ্যাপে দ্রুত লগইন করতে ৪ সংখ্যার একটি এম পিন সেট করে নেওয়া ঠিক হবে। এরপর প্রোফাইল অপশনে গিয়ে জন্ম তারিখ, ঠিকানার মতো তথ্য দিয়ে পরিচয়পত্র লিঙ্ক করাতে হবে। এই অ্যাপের মাধ্যমে কীভাবে বুক করবেন টিকিট?
আরও পড়ুন : ট্রেনের টিকিটে বড়সড় ছাড় প্রবীণ নাগরিকদের জন্য? আসন্ন বাজেটের দিকে তাকিয়ে রেলযাত্রীরা
লগইন করে প্রথমে রিসার্ভ অপশনে গিয়ে যাত্রা শুরুর এবং গন্তব্য স্টেশন সিলেক্ট করতে হবে। এরপর ভ্রমণের তারিখ বেছে নিয়ে ট্রেন সার্চ করুন। ট্রেনের ক্লাস সিলেক্ট করে সিট খালি থাকলে বুক নাও বা নির্দিষ্ট কোচে ক্লিক করতে হবে। এরপর অ্যাড নিউ তে গিয়ে যাত্রীদের নাম এবং বয়স নথিভুক্ত করতে হবে। সব তথ্য ভালো করে যাচাই করে ইউপিআই বা ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করলে পিডিএফ টিকিট জেনারেট হবে। আবার অ্যাপের মাই বুকিং অপশনে গিয়ে সহজে টিকিট বাতিলও করা যাবে।












