বাংলা হান্ট ডেস্কঃ ফের অবৈধভাবে জমি দখলের অভিযোগ। কাঠগড়ায় ফের শাসকদল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, একের পর এক ফাঁকা জমি দখলের চেষ্টা করছেন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর (TMC MLA Humayun Kabir)! বারংবার এই নিয়ে পুলিশে অভিযোগ জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি। কোনো পদক্ষেপই নেয়নি পুলিশ। এরপরই অভিযোগ তুলে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)।
অভিযোগ, হাওড়ায় নিজের রেস্তোরা লাগোয়া পরপর ফাঁকা জমি দখলের চেষ্টার করছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। নিজের রেস্তরাঁর আশপাশের একাধিক বাসিন্দার ব্যক্তিগত জমিতে নজর পড়েছে তার। রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোথাও পাঁচিল দেওয়ার জন্য মাটি খোঁড়া হয়েছে, কোথা কলম তোলার কাজ শুরু হয়েছে।
বিধায়কের বিরুদ্ধে চ্যাটার্জি হাট থানা কাছে এই নিয়ে অভিযোগ করা হয়েছিল। তবে পুলিশের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এরপরই নিজেদের জমি বাঁচাতে হাইকোর্টের দ্বারস্থ হন ৭৩ বছরের বৃদ্ধা রেখা দাস ও তারকনাথ জয়সওয়াল নামে দুই বাসিন্দা। হাইকোর্টে দুটি পৃথক মামলা করেন তারা। মামলাটি যায় বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে।
অন্যদিকে পুলিশের দাবি, দুটি অভিযোগের তদন্ত করা হয়েছে। তবে অভিযোগ অসত্য। ওদিকে মামলাকারীদের অভিযোগ, নিজেদের জমি দখলে বাধা দেওয়ায় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে করা অভিযোগ তুলে নিতে বাড়িতে গিয়ে একদল দুষ্কৃতী হুমকি দিয়ে এসেছে! রীতিমতো আতঙ্কে রয়েছেন তারা।
ইতিমধ্যেই মামলায় যুক্ত করা হয়েছে হুমায়ূন কবীরকে। তবে গতকাল মামলার শুনানিতে বিধায়কের হয়ে কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না। আগামী শুনানিতে যাতে তার প্রতিনিধি হাজির থাকে সেই নির্দেশ দিয়েছেন বিচারপতি সেনগুপ্ত। আইনজীবীদের একাংশের অভিযোগ, রেস্তরাঁর আশপাশের আরও অনেক জমি দখলের চেষ্টা করছেন ওই শাসকদলের বিধায়ক।
আরও পড়ুন: ফের বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! এবার পকেটে কত আসবে? আপডেট জানলে খুশি হবেন
এই মামলার পরবর্তী শুনানিতে বিধায়কের প্রতিনিধিকে হাজির থাকার পাশাপাশি পুলিশকে সামগ্রিক ভাবে দুটি অভিযোগের বিস্তারিত রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি আগামী ২০ জুন।