চোখ কপালে পুলিশের! শান্তিপুরে নিজের দোকান থেকে গয়না চুরি করলেন ব্যবসায়ী, কিন্তু কেন?

Published on:

Published on:

Shantipur the shop owner himself committed the thef reason was shocking
Follow

বাংলা হান্ট ডেস্ক: রাতের অন্ধকারে বাজারের মধ্যে সোনার দোকানের দুঃসাহসী চুরির ঘটনা। এর ফলে তীব্র চাঞ্চল্য ছড়ায় শান্তিপুরে (Shantipur)‌। দোকানের শাটার ভেঙে আনুমানিক ৫০ লক্ষ টাকার সোনার গহনা চুরি যাওয়ার ঘটনার অভিযোগ উঠেছিল। পাশাপাশি দোকানের মালিক জানান, ড্রয়ার এর মধ্যে ছিল এক লক্ষ টাকা নগদ। সেই টাকা নিয়েও পালিয়েছে চোরের দল। এই ঘটনার অভিযোগ করা হয় শান্তিপুর থানায়। অভিযোগ শুনে পুলিশ তদন্ত শুরু করে। তবে তদন্তে নেমে যথারীতি চোখ কপালে ওঠে পুলিশের।

শান্তিপুরে দোকানের মালিক নিজের হাতেই চুরি! আজব কারণ ফাঁস পুলিশের জেরায় (Shantipur)

শান্তিপুরের (Shantipur) এই ঘটনা তদন্ত যত এগোতে থাকে। অস্বাভাবিক লাগতে শুরু করে গোটা ঘটনা। কারণ দোকানে সিসিটিভি ফুটেজ দেখার সুযোগ পাওয়া যায়নি। পুলিশ দাবি করেন, দোকানের মালিকের তরফ থেকে বলা হয় চোরেরা নাকি হার্ডডিস্ক  নিয়ে পালিয়েছে।

 Shantipur the shop owner himself committed the thef reason was shocking

আরও পড়ুন: নতুন ট্রেন নিয়ে হঠাৎ ইউ-টার্ন! ব্লু লাইনে মেট্রো চালু হচ্ছে না…

শান্তিপুর থানার পুলিশ তদন্ত শুরু করার পর দোকান থেকেই উদ্ধার করেছে দুটি গোপন ক্যামেরা। তারপরই দফায় দফাই শুরু হয় জিজ্ঞাসা বাদ। সেখানেই মালিকের কথায় অসংগতি দেখলেই সন্দেহ হয় পুলিশদের। পরে ওই দোকানের মালিকের বাড়ি থেকেই উদ্ধার হয় ৫০  লক্ষ টাকার গহনা। এমনকি নিজের দোকানে নিজেই চুরি করেছে এটিও প্রমাণ হয়। কিন্তু কেন এমনটি ঘটলো সে বিষয়ে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, ব্যাঙ্কে ৫০  লক্ষ টাকার ঋণ রয়েছে ওই ব্যবসায়ীর।

সেই ঋণ মেটাতে এমন কাণ্ড ঘটিয়েছেন ওই সোনার দোকানের মালিক। শুধুমাত্র যে এরকম একটি গল্প ফেঁদেছিল তাই নয়। পুলিশের কাছে অভিযোগ জানানোর পাশাপাশি, সংবাদ মাধ্যমকে ডেকে দোকানে চুরি হওয়ার গল্প বলেছিলেন ওই স্বর্ণ ব্যবসায়ী। যদিও পড়ে স্বীকার করে নিয়েছিলেন সবটাই।

ইতিমধ্যে সোনার দোকানের মালিক ও তার ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে শান্তিপুর (Shantipur) থানার পুলিশ। জানা গিয়েছে ওই দোকানে এক কোটি টাকার বীমা করা ছিল। সেই বিমার টাকা নিয়ে ঋণ শোধ করার এসেছিলেন দোকানের মালিক। এমন পরিকল্পনা নতুন নয়। এর আগেই শান্তিপুর স্টেশন বাজার সংলগ্ন এলাকায়, এমন ধরনের ঘটনা ঘটায় এক পোশাক ব্যবসায়ী। জানাযায় দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটার পর এইরকমই কারণ উঠে আসে ‌ অভিযোগকারীরা নিজেরাই স্বীকার করেন পুলিশের কাছে যে এমন ঘটনা মিথ্যে ছিল।