আইপ্যাক মামলায় ঠিক কী হয়েছিল সেদিন এজলাসে? অর্ডার কপিতে সবটা জানালেন বিচারপতি

Published on:

Published on:

Calcutta High Court Hearing Halted Amid Courtroom Chaos
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আইপ্যাকের অফিস এবং প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশি (ED Raid) ঘিরে এখনও উত্তাল রাজ্য রাজনীতি। এই ঘটনাকে কেন্দ্র করে একের পর এক অভিযোগ, পাল্টা অভিযোগ উঠছে। বিষয়টি পৌঁছোয় হাই কোর্ট (Calcutta High Court) পর্যন্ত।

শুক্রবার কেন মামলা ছেড়ে চলে যান বিচারপতি?

শুক্রবার তৃণমূল কংগ্রেস বনাম এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মামলার শুনানি হওয়ার কথা ছিল কলকাতা হাই কোর্টে। কিন্তু সেই শুনানি শুরু হলেও তা মাঝপথেই বন্ধ হয়ে যায়। কোর্টরুমে প্রবল ভিড় এবং হইচইয়ের কারণে শুনানি না করেই এজলাস ছেড়ে চলে যান বিচারপতি শুভ্রা ঘোষ। এই মামলায় তৃণমূলের পক্ষে সওয়াল করার কথা ছিল আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। শুনানি স্থগিত হওয়ার পরে তিনি জানান, আদালতের (Calcutta High Court) ভিতরে অত্যন্ত হইহট্টগোল চলছিল। তাঁর কথায়, বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন যে এই ধরনের পরিবেশে তিনি কোনও মামলার শুনানি করেন না।

প্রকাশ্যে আদালতের (Calcutta High Court) অর্ডার কপি

এদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ তুলেছেন, পূর্বপরিকল্পিতভাবেই এজলাসে ভিড় করে রাখা হয়েছিল এবং এর নেপথ্যে ছিল তৃণমূল কংগ্রেস। যদিও শাসক দল এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে।
এর মধ্যেই আদালতের (Calcutta High Court) অর্ডার কপি প্রকাশ্যে আসে। সেখানে বিচারপতি শুভ্রা ঘোষ নিজেই উল্লেখ করেছেন, শুক্রবার আদালতের ভিতরে কী পরিস্থিতি তৈরি হয়েছিল।

What did ED tell Calcutta High Court about the search in I-PAC.

আরও পড়ুনঃ SIR নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ ‘ভিত্তিহীন’, নির্বাচন কমিশনকে পাল্টা চিঠিতে শুভেন্দু লিখলেন…

বিচারপতির জানিয়েছেন, এজলাসের পরিবেশ মোটেই শুনানির উপযোগী ছিল না। আইনজীবী ও উপস্থিত অন্যদের একাংশ গোলযোগ সৃষ্টি করেন বলে তিনি জানান। বিচারপতি আরও বলেন, আদালতের (Calcutta High Court) মর্যাদা ও শিষ্টাচার বজায় রাখার জন্য বারবার অনুরোধ করা হলেও কেউ সেই অনুরোধে সাড়া দেননি। সেই কারণেই বাধ্য হয়ে মামলার শুনানি মুলতুবি রাখতে হয়। আগামী ১৪ জানুয়ারি নতুন করে এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।