বাংলা হান্ট ডেস্কঃ উনিশের লোকসভা নির্বাচনে গেরুয়া ঝড়ে খানিক বেসামাল হয়ে গিয়েছিল জোড়াফুল। রাজ্যে চমকপ্রদ ফলাফল করেছিল বিজেপি। চব্বিশের ভোটেও (Lok Sabha Election 2024) কি বজায় থাকবে সেই ধারা? ফের একবার এই নিয়ে মুখ খুললেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)।
২০২৪ লোকসভা নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি (BJP), কার পাল্লা ভারী থাকবে? জানালেন পিকে। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়ার সময় এই নিয়ে মুখ খোলেন তিনি। দাবি করেন, বাংলায় ভালো ফলাফল করবে বিজেপি। এমনকি উনিশের লোকসভা ভোটের থেকে গেরুয়া শিবিরের রেজাল্ট আরও ভালো হবে বলে দাবি করেন তিনি।
বাংলার পাশাপাশি পড়শি রাজ্য ওড়িশা, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশেও বিজেপির ভোট বাড়বে বলে দাবি করেন প্রশান্ত কিশোর। বলেন, ‘সকল সমালোচনা এবং বিতর্ক সত্ত্বেও পশ্চিম এবং উত্তর ভারতে বিজেপির আসন সংখ্যা কমার কোনও সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। পূর্ব এবং দক্ষিণের রাজ্যগুলিতেও বিজেপির ভোটের হার এবং আসন সংখ্যা বৃদ্ধি পেতে পারে’।
আরও পড়ুনঃ ‘সব প্রমাণ ওই CCTV-তে আছে…’, জামিন পেয়েই কী ‘ফাঁস’ করলেন জীবনকৃষ্ণ? শোরগোল
অতীতেও একাধিকবার বাংলায় বিজেপি ভালো ফলাফল করবে বলে দাবি করেছেন পিকে। রাজ্যে গেরুয়া শিবিরের আসন সংখ্যা বৃদ্ধি পাবে বলেও আগে মন্তব্য করেছিলেন তিনি। এবার প্রশান্ত বলেন, ‘এবার পশ্চিমবঙ্গে চমকপ্রদ ফলাফল করবে বিজেপি’।
অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বিজেপির ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি দাবি করেছেন, রাজ্যে এবার ৪২টি আসনেই পদ্ম ফুটতে তুলেছে। বিজেপি এবার ‘ক্লিন সুইপ’ করবে বলে দাবি করেন তিনি। রাজ্যের প্রত্যেকটি আসনে বিজেপির জয়ের বিষয়ে আশাবাদী প্রধানমন্ত্রী।
তবে বাংলায় চমকপ্রদ ফলাফল করলেও বিজেপি ৩০০-র বেশি আসন পাবে না বলে দাবি করেন পিকে। প্রশান্ত বলেন, ‘গত কয়েক মাস ধরেই আমি বলে আসছে, যারা মনে করেন বিহারে কোনও বিরোধী নেই, সব মোদী ম্যাজিক, সেটা নয়। শুধুমাত্র মোদীর নামে কোনও দল ৪০০ আসনে জয়ী হতে পারে না। এটা সম্ভব নয়। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটে এমন কিছু নেই যাতে সারপ্রাইজিং