ED-র তদন্ত নিয়ে অসন্তোষ, কী বললেন রাজ্য বিজেপি সভাপতি?

Published on:

Published on:

Samik Bhattacharya breaks silence on ED probe row
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বারবার ইডি অভিযানের ঘটনা এবং তার পর দীর্ঘদিন ধরে চলা তদন্ত নিয়ে রাজনৈতিক বিতর্ক নতুন নয়। এই ইডি অভিযানকে ঘিরে কংগ্রেস ও সিপিআইএম দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলে আসছে। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন রাজ্যসভার সাংসদ ও রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। সাংবাদিক বৈঠকে তিনি একদিকে যেমন বাম-কংগ্রেসকে আক্রমণ করেছেন, তেমনই ইডির দীর্ঘ তদন্ত প্রক্রিয়া নিয়ে নিজের অসন্তোষের কথাও স্পষ্ট করে বলেছেন।

‘সেটিং তত্ত্ব’ নিয়ে কী বললেন শমীক (Samik Bhattacharya)?

রবিবার এক সাংবাদিক বৈঠকে শমীক ভট্টাচার্যকে (Samik Bhattacharya) ‘সেটিং তত্ত্ব’ নিয়ে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নে বিশেষ গুরুত্ব না দিয়ে তিনি পাল্টা আক্রমণ করেন বাম ও কংগ্রেসকে। শমীকের বক্তব্য, “এক সময় বাম ও কংগ্রেসের ভোট শতাংশে থাকলেও এবার এই কারণেই তারা নোটার নীচে চলে যাবে। দুটো শতাব্দী প্রাচীন দল হয়েও তারা পশ্চিমবঙ্গ বিধানসভায় কোনও প্রতিনিধি পাঠাতে পারেনি। বারবার এই সেটিং তত্ত্ব বলেই কংগ্রেস ও সিপিআইএমের এই অবস্থা হয়েছে।”

তবে একইসঙ্গে শমীক (Samik Bhattacharya) স্পষ্ট করে বলেন, ইডি বিষয়ে রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে তিনি কোনও মন্তব্য করতে চান না। শমীক আরও বলেন, “ইডি ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন। এই বিষয়ে একটি দলের প্রতিনিধি হিসেবে আমি কিছু বলতে পারি না।” সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে করা একটি প্রশ্নও উঠে আসে। ইডি আধিকারিকদের সামনে থেকে মুখ্যমন্ত্রী কীভাবে ফাইল নিয়ে এলেন এই প্রশ্নের উত্তরে শমীক বলেন, “আমি ইডির প্রতিনিধি নই। ইডির বিষয়ে আমি কিছু বলতে আসিনি। তবে একজন মহিলা মুখ্যমন্ত্রীর সঙ্গে ইডির আধিকারিকরা কি ফাইল নিয়ে টানাটানি করত?”

Samik Bhattachary warns BJP leaders about SIR process in Bengal

আরও পড়ুনঃ আইপ্যাক মামলায় ঠিক কী হয়েছিল সেদিন এজলাসে? অর্ডার কপিতে সবটা জানালেন বিচারপতি

ইডির দীর্ঘ তদন্ত প্রক্রিয়া প্রসঙ্গে শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন, এই বিষয়টি বিজেপিকেও আহত করেছে। শমীকের বক্তব্য, “ইডি যা বলার, তারা সুপ্রিম কোর্টে বলবে। যেখানে তদন্ত চাওয়ার, সেখানে চাইবে। বিজেপির সঙ্গে ইডির কোনও যোগাযোগ নেই। আমরা চাই প্রকৃত অপরাধী ধরা পড়ুক। কিন্তু এই চোর-পুলিশ খেলা বছরের পর বছর ধরে চলছে।”