বাংলা হান্ট ডেস্কঃ চলছে ২০২৬। আর নতুন বছর মানেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) পকেট ফুলেফেঁপে উঠতে চলেছে। একদিকে অষ্টম পে কমিশন (8th Pay Commission), অন্যদিকে বাড়বে মহার্ঘ্য ভাতা বা ডিএ (Dearness Allowance)। সঙ্গে আসবে আরও পরিবর্তন।
DA সংক্রান্ত আপডেট | Dearness Allowance
অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলি ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হবে বলে বিবেচিত হচ্ছে। যদিও বাস্তবে, কর্মীদের বেতন বৃদ্ধির জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে বলেই বলছে একাধিক রিপোর্ট। নয়া বেতন কমিশন চালু হলে বেতন (Salary Hike) থেকে পেনশন, সবকিছুই একধাক্কায় বৃদ্ধি পাবে।
অষ্টম বেতন কমিশনের প্রাথমিক অনুমান অনুসারে বেতন ২০ থেকে ৩৫ শতাংশ বৃদ্ধির ধারণা করা হচ্ছে। যদি তাই হয়ে তাহলে ন্যূনতম মূল বেতন ১৮,০০০ টাকা থেকে বেড়ে প্রায় ৩০,০০০- ৩২,০০০ টাকা হতে পারে। অষ্টম পে কমিশনে নতুন ফর্মুলায় ফিটমেন্ট ফ্যাক্টরের উপর ভিত্তি করে রিভাইজড স্যালারি হবে বেসিক পে × ফিটমেন্ট ফ্যাক্টর।
নয়া পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৪ থেকে ৩.০-এর মধ্যে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। এদিকে বেতন পরিবর্তনের সাথে সাথে অষ্টম পে কমিশন বাস্তবায়নের পর কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ্য ভাতা এবং মহার্ঘ্য ত্রাণও (DA ও DR) পরিবর্তন হবে।
যখন একটি নতুন বেতন কমিশন কার্যকর হয় তখন DA মূল বেতনের সঙ্গে অন্তর্ভূক্ত করা হয়। অষ্টম পে কমিশনের আওতায় বেসিক পে ও ডিএ ডিআর মিলে যাবে কিনা সেই প্রশ্ন রয়েছে। যদিও কেন্দ্র এখনও এই বিষয় বিবেচনা করছে না বলে স্পষ্ট জানিয়েছে। বেসিক বেতনের সঙ্গে মহার্ঘ্য ভাতা অর্থাৎ, ডিএ এবং ডিআর যোগ করার কোনও প্রস্তাব নেই বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, ইতিমধ্যেই ডিএ ৫০ শতাংশের উপরে বৃদ্ধি পেয়েছে। তবে বেসিক পে ও ডিএ ডিআর মিলিয়ে দেওয়া হবে না। কর্মচারীরা আলাদাভাবে ডিএ পাবেন এবং অবসরপ্রাপ্তরা আলাদাভাবে ডিআর পাবেন। AICPI সূচকের উপর ভিত্তি করে মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ ত্রাণ (DR) গণনা করা হয়ে থাকে।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় আবহাওয়া বদলে যাবে দক্ষিণবঙ্গে, শীত নয়, এবার অন্য পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর
সাধারণত বছরে ২ বার এমনটা করা হয়ে থাকে। প্রতি বছর জানুয়ারি এবং জুলাই মাসে DA এবং DR বাড়ানো হয়। অষ্টম পে কমিশনেও তা থাকবে। উল্লেখ্য, বর্তমানে ৫৫ শতাংশ হারে ডিএ পাচ্ছেন সরকারি কর্মীরা। জানুয়ারি মাসে সরকারি কর্মীদের ডিএ ২% বাড়তে পারে বলে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে। এদিকে প্রদান করা হবে বকেয়াও। বকেয়া এরিয়ার সম্ভবত ১ জানুয়ারি, ২০২৬ থেকে গণনা করা হবে।












