স্বেচ্ছায় দান করতে চান ১০ একর জমি! পথকুকুরদের জন্য মানবতার নির্দশন মিকা সিং

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : তিনি বহু বিতর্কে জড়িয়েছেন। আবার বহুজনে তাঁর প্রশংসাও করেছেন। এবার ফের এক মহৎ উদ্যোগের জেরে চর্চায় উঠে এলেন মিকা সিং (Mika Singh)। পথকুকুরদের জন্য বড় পদক্ষেপ নিয়েছেন তিনি। এমনিতেই পথকুকুরদের নিয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। পথকুকুরদের কল্যাণের জন্যই যেন সিদ্ধান্ত নেওয়া হয়, এমনটাই অনুরোধ জানিয়েছেন মিকা।

পথকুকুরদের জন্য বড় উদ্যোগ মিকা সিং (Mika Singh) এর

সম্প্রতি মিকা সিং জানিয়েছেন, পথকুকুরদের জন্য ১০ একর জমি দান করতে চান তিনি। পথের সারমেয়দের জন্য আশ্রয়স্থল বানাতে এই উদ্যোগ নিতে চলেছেন গায়ক। পথকুকুরদের দেখভাল করার জন্য থাকবে কর্মীরাও। সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছেন মিকা। সেখানে তিনি বলেছেন, তাঁর কাছে বড় জমি রয়েছে। সেই জমিতেই কুকুরদের জন্য তিনি থাকার ব্যবস্থা করতে চান বলে জানিয়েছেন মিকা।

Mika Singh wants to donate land for stray dogs

কী অনুরোধ গায়কের: জমি দান করার দায়িত্ব তাঁর। তবে আশ্রয়স্থল নির্মাণের পর অভিজ্ঞ এবং দায়িত্বশীল কর্মী নিয়োগ করার ক্ষেত্রে সহায়তা চেয়েছেন গায়ক। এমন কর্মী তিনি চান যারা আন্তরিক ভাবেই পথকুকুরদের জন্য কাজ করতে চান। মিকার (Mika Singh) এই প্রস্তাবকে বাহবা জানিয়েছেন অনেকেই।

আরও পড়ুন : যুক্ত ছিলেন কলকাতা পুলিশে, ইন্ডিয়ান আইডল বিজয়ী প্রশান্ত তামাং-এর মৃত্যুতে শোকপ্রকাশ মমতার

কী নিয়ে বিতর্ক: বিষয়টির সূত্রপাত গত ৭ নভেম্বর থেকে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল স্কুল, হাসপাতাল, রেলস্টেশন সহ জনসাধারণের জন্য ব্যবহৃত বিভিন্ন জায়গা থেকে পথকুকুরদের সরাতে হবে। শীর্ষ আদালতের নির্দেশ মতোই নির্বীজকরণের পর সরকারি আশ্রয়স্থলেই পথকুকুরদের ঠাঁই হবে বলে ঠিক হয়েছিল। কিন্তু এরপরেই প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন পশুপ্রেমীরা।

আরও পড়ুন : অনেকদিন ধরেই এই কাণ্ড চলছিল হাওড়া স্টেশনে, বিশেষ অভিযানে যা ধরা পড়লে…

সম্প্রতি বুধবার আবারও একটি শুনানি ছিল সুপ্রিম কোর্টের। সেখানে আগের রায়ই বহাল রাখা হয়েছে। এমতাবস্থায় পশুপ্রেমীদের ক্ষোভের মুখেই মিকার এই উদ্যোগের প্রশংসা করছেন অনেকে।