বাংলা হান্ট ডেস্ক: শীতের দাপটের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশার । ভোরের দিকে অথবা রাতে ঘন কুয়াশার কারণে ঢেকে যাচ্ছে বিস্তীর্ণ এলাকা। যার সরাসরি প্রভাব পড়ছে রেল পরিষেবার (Indian Railways) উপরে। এর ফলে পর পর বেশ কয়েকটা ট্রেন বাতিল করা হয়েছে। আবার বহু ট্রেন নির্ধারিত সময়ের অনেক পরে গন্তব্যে পৌঁছাচ্ছে। যার কারণে ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রীদের। তবে এবার কুয়াশার কারণে ও রেলের পরিকাঠামো আপগ্ৰেডের কাজের জন্য বাতিল করা হল বেশ কয়েকটি ট্রেন। দেখে নিন সেই তালিকা।
কুয়াশা ও মেরামতির কারণে একাধিক ট্রেন বাতিল, যাত্রীদের সতর্কতা (Indian Railways)
গণপরিবহণের অন্যতম মাধ্যম হল রেল (Indian Railways)। ট্রেনের উপর নির্ভর করে বহু মানুষ যাতায়াত করে। তবে বর্তমানে কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় বহু ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি বহু ট্রেন চলাচল করছে দেরী করে। এর ফলে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে নিত্যযাত্রীদের। এছাড়াও এই কুয়াশার কারণ এর পাশাপাশি এবার রেলের পরিকাঠামো আপগ্ৰেডের কাজকর্মের জন্য নর্দান রেলওয়ে ও উত্তর-পশ্চিম রেলওয়ে বহু রুটে স্বয়ংক্রিয় ব্লক সিগন্যালিং সিস্টেম বসানো হবে।

আরও পড়ুন: এই ভুল গুলো না করলেই পিঠে থাকবে সারাদিন নরম ! সংক্রান্তির স্পেশাল রেসিপি দেখে নিন
যার কারণবশত রেলওয়ে প্রায় ২৫০ টির বেশি ট্রেন বাতিল করেছে। বাতিলের পাশাপাশি বেশ কিছু ট্রেনের রুট সংক্ষিপ্ত করা হয়েছে। এর ফলে আগের থেকে যারা টিকিট বুকিং করে রেখেছে তাদের চিন্তা বাড়ল। তাই বাড়ি থেকে বেরোনোর আগে ট্রেনের তালিকা ও সময়সূচী দেখে নেওয়া একান্তই জরুরী এখন। দেখে নিন আগামী কয়েক দিন কোন কোন রুটে মেরামত ও পরিকাঠামোর কাজ চলতে পারে। পাশাপাশি দেখে নিন কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে।
বাতিল ট্রেনের তালিকা:
১) ট্রেন নম্বর ৫৪০১৬ ভিবানি-রোহতক ট্রেনটি ২৭ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।
২) ট্রেন নম্বর ৫৪০১৩ রোহতক-ভিবানি ট্রেনটি ২৭ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।
৩) ট্রেন নম্বর ৫৪০১৮ ভিবানি-রোহতক ট্রেনটি ২৭ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।
৪) ট্রেন নম্বর ৫৪০১৫ রোহতক-ভিবানি ট্রেনটি ২৬ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।
৫) ট্রেন নম্বর ৫৪০১৪ ভিবানি-রোহতক ট্রেনটি ২৭ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।
৬) ট্রেন নম্বর ৫৪০১১ রোহতক-হাঁসি ট্রেনটি ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।
৭) ট্রেন নম্বর ৫৪০১২ হাঁসি-রোহতক ট্রেনটি ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।
৮) ট্রেন নম্বর ৫৪৪২৪ হিসার-নয়াদিল্লি ট্রেনটি ১৪ ফেব্রুয়ারি বাতিল থাকবে।
৯) ট্রেন নম্বর ৫৪৪২৩ নয়াদিল্লি-হিসার ট্রেনটি ১৪ ফেব্রুয়ারি বাতিল থাকবে।
ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা ও হাওড়া থেকে বাতিল ট্রেনের তালিকা:
১)ঝাঁসি-কলকাতা রুটে চলাচলকারী( ট্রেন নম্বর ২২১৯৮ )বীরঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি-কলকাতা এক্সপ্রেস ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে না।
২)হাওড়া-দেহরাদুন রুটে চলাচলকারী (ট্রেন নম্বর ১২৩২৭) উপাসনা এক্সপ্রেস ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে।
৩) নয়াদিল্লি-মালদা টাউন রুটে চলাচলকারী ট্রেন নম্বর ১৪০০৪ এক্সপ্রেস ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে। এই ট্রেন বাতিলের ফলে যাতায়াতের সমস্যা হবে বলে মনে করছেন রেল কর্তৃপক্ষ ও যাত্রীরা (Indian Railways)।












