বাংলা হান্ট ডেস্ক: গত তিন দিনে কিছুটা বেড়েছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই সোমবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায় স্বাভাবিকের কাছাকাছি বা উপরে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর বলছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। তাহলে কী শীত বিদায়? কী বলছে হাওয়া অফিস?
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে আপাতত। ফলত শীতের আমেজ সামান্য কমবে ঠিকই তবে তা সাময়িক। পৌষ সংক্রান্তিতে ফের নামবে তাপমাত্রা। ১৪ জানুয়ারির পর অর্থাৎ সংক্রান্তির পর তাপমাত্রা ফের কিছুটা কমবে। ফের বাড়বে শীতের দাপট।
হাওয়া অফিস বলছে, দক্ষিণ বঙ্গোপসাগরের তৈরি হওয়া গভীর নিম্নচাপ ধীরে ধীরে সরে শ্রীলঙ্কায় চলে গিয়ছে। এর সরাসরি কোনও প্রভাব বাংলার উপর না পড়লেও জেরে আকাশে এখনও মেঘ রয়েছে। আর নিম্নচাপের মেঘে উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় তাপমাত্রা চড়ছে রাজ্যে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা উর্দ্ধমুখীই থাকবে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঠান্ডার পাশাপাশি রয়েছে কুয়াশার দাপটও। হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে দৃশ্যমানতা কমতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। অধিক কুয়াশার দাপট থাকবে উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এই সব জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে।

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
আগামী পাঁচ দিন উত্তর বা দক্ষিণবঙ্গের কোথাও রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। একই রকম থাকবে ওয়েদার। কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শীতল দিনের ‘কোল্ড ডে’র মতো পরিস্থিতি থাকবে আরও দু’দিন। তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা নীচে থাকার সম্ভাবনা অধিকাংশ জেলায়।
দেখুন আরও খবর: স্বেচ্ছায় দান করতে চান ১০ একর জমি! পথকুকুরদের জন্য মানবতার নির্দশন মিকা সিং
দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, কোচবিহার ও জলপাইগুড়ি এই সমস্ত জেলার কোথাও কোথাও কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। আপাতত সাতদিন বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও।












