SSC একাদশ-দ্বাদশ নিয়োগ সংক্রান্ত বড় আপডেট! কী বলছে কমিশন?

Published on:

Published on:

school service commission(5)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এসএসসি (School Service Commission) নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। এর আগে আদালতে কমিশন জানিয়েছিল ৭ জানুয়ারি একাদশ-দ্বাদশের প্যানেল প্রকাশ করা হবে। সেই মতো এগোচ্ছিল কমিশন (SSC)। তবে হাইকোর্টের নির্দেশের পরে কয়েকজন প্রার্থীদের নতুন করে ইন্টারভিউ এবং ডেমোস্ট্রেশন হয়েছে। এ অবস্থায় চূড়ান্ত মেধাতালিকা প্রকাশে কিছুটা দেরি।

জানুয়ারিতেই কাউন্সেলিং শুরু হওয়ার সম্ভাবনা | School Service Commission

কমিশন সূত্রে খবর, আগামী ২১ জানুয়ারির মধ্যেই একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে। এ বিষয়ে সরকারিভাবে কমিশনের তরফে কিছু জানানো হয়নি। তবে স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, ২১ জানুয়ারির সময়সীমা সামনে রেখেই এগোনো হচ্ছে।

এসএসসি জানাচ্ছে, ২১ জানুয়ারির মধ্যেই দ্বিতীয় এসএলএসটির একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা বা প্যানেল প্রকাশ করা হবে। ২১ জানুয়ারি থেকে সরস্বতী পুজোর ছুটি , তারপর শনিবার, রবিবার এবং প্রজাতন্ত্র দিবস সবমিলিয়ে লম্বা ছুটি। তাই ছুটির আগেই যাতে মেধাতালিকা প্রকাশ করে দেওয়া যায় সেই লক্ষ্য নেওয়া হয়েছে।
এসএসসি বলছে, সবকিছু ঠিকঠাক থাকলে জানুয়ারির শেষেই থেকেই কাউন্সেলিং শুরু হয়ে যেতে পারে।

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশে গত ডিসেম্বর মাসে একাদশ-দ্বাদশের ১৫৪ জন চাকরিপ্রার্থীর তথ্য যাচাইয়ের জন্য নামের তালিকা প্রকাশ করে এসএসসি। একাদশ-দ্বাদশের চাকরিপ্রার্থীদের একটা অংশ আবেদনের সময় জাতিগত বিভাগ উল্লেখ করেননি। পরে এই নিয়ে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।

School Service Commission

আরও পড়ুন: উত্তরপাড়া কাণ্ডে বড় মোড়! কল্যাণের কাছে আর্জি জানিয়েও মিলল না রেহাই, জেল হেফাজতে তৃণমূল-ঘনিষ্ঠ যুবনেতা

এই প্রার্থীদের আর্জি ছিল, তাঁদের ক্যাটাগরি আপডেট করার সুযোগ দেওয়া হোক। সেই সুযোগ পাওয়া গেলে বিষয়ভিত্তিক কাট অফ নম্বরে তাঁদের নাম উঠবে এবং তাঁরা ইন্টারভিউয়ের ভেরিফিকেশনের জন্য ডাকা হবে বলে জানানো হয়।
চাকরিপ্রার্থীদের আবেদন মঞ্জুর করে হাইকোর্ট। সেই মতো ১৫৪ জন চাকরিপ্রার্থী ইন্টারভিউয়ের জন্য তথ্য যাচাইয়ের সুযোগ পেয়েছিল। সেই সময়ই আশঙ্কা ছিল যে ৭ জানুয়ারি মেধাতালিকা প্রকাশ করা যাবে না। এবার এসএসসি সূত্রে জানা যাচ্ছে, ৭ জানুয়ারি একাদশ-দ্বাদশের প্যানেল প্রকাশ করা হবে।