বাংলা হান্ট ডেস্কঃ স্বামী বিবেকানন্দের জন্মদিবস (Swami Vivekananda Jayanti) উপলক্ষে সোমবার সকালে কলকাতার সিমলা স্ট্রিটে তাঁর পৈতৃক বাড়িতে হাজির হল বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। স্বামীজির মূর্তিতে মাল্যদান করার পাশাপাশি, এদিন রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। যুব রাজনীতি, পরিযায়ী শ্রমিক, বাংলা থেকে প্রতিভা হারিয়ে যাওয়ার মতো একাধিক ইস্যুতে তোপ দাগে বিজেপি নেতৃত্ব।
স্বামী বিবেকানন্দের জন্ম দিবসে (Swami Vivekananda Jayanti) যুবরাজ পোস্টার বিতর্কে শুভেন্দুর কটাক্ষ
স্বামী বিবেকানন্দের জন্ম দিবস (Swami Vivekananda Jayanti) উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য জানানোর পর শুভেন্দু অধিকারী দাবি করেন, তিনি গত ২২ বছর ধরে নিয়মিত সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়িতে আসছেন। বিজেপির তরফে যে ব্যানার ওই এলাকায় লাগানো হয়, সেখানে নিজের নাম ব্যবহার করতে তিনি কখনও অনুমতি দেন না বলেও জানান শুভেন্দু। এই প্রসঙ্গ টেনে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শুভেন্দু বলেন, “স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে যে ব্যানার আমরা দিই, সেখানে আমার নাম লিখতে দিই না। অথচ এর উল্টো দিকে মাননীয়া মুখ্যমন্ত্রীর ভাইপোকে যুবরাজ লেখা হচ্ছে। স্বামীজির বাড়িতে একমাত্র যুবরাজ স্বামী বিবেকানন্দই।”
রাজ্য সরকারকে আক্রমণ সুকান্তের
অন্যদিকে ‘বিবেক যাত্রা’র পর স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে (Swami Vivekananda Jayanti) রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন সুকান্ত মজুমদার। তাঁর দাবি, বাংলার মাটিতে এখন আর প্রতিভা তৈরি হওয়ার পরিবেশ নেই। সুকান্ত বলেন, “একটা সময় যে বাংলা স্বামী বিবেকানন্দের মতো মনীষীদের জন্ম দিয়েছে, আজ সেই বাংলা কয়লা পাচারকারীদের মাটিতে পরিণত হয়েছে। বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো প্রতিভা গড়ে তুলতে যে পরিবেশ দরকার, তা এখন বাংলায় নেই।”
পরিযায়ী শ্রমিক প্রসঙ্গেও তোপ
রাজ্য থেকে বিপুল সংখ্যক মানুষের পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে কাজ করতে যাওয়ার বিষয়টিও তুলে ধরেন সুকান্ত। তিনি প্রশ্ন করেন, “এগিয়ে থাকা বাংলার রাজ্য থেকে কেন ৬০-৭০ লক্ষ মানুষকে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে?” সুকান্তের দাবি, খুব শীঘ্রই বাংলায় পরিবর্তন আসছে এবং সেই পরিবর্তন আনতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি।

আরও পড়ুনঃ I-PAC-এর গাড়িতে কেন সরকারি বোর্ড? মাঝরাস্তায় ধরা পড়ল সব, ভাইরাল ভিডিও-য় যা দেখা গেল…
যুবরাজ পোস্টার নিয়েও কটাক্ষ
সিমলা স্ট্রিট এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘যুবরাজ’ লেখা পোস্টার নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি সুকান্ত মজুমদার। তিনি বলেন, স্বামী বিবেকানন্দের আদর্শে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার বদলে বর্তমান সরকার যুবরাজ সংস্কৃতি তৈরি করছে। স্বামী বিবেকানন্দের জন্মদিবসে (Swami Vivekananda Jayanti) শ্রদ্ধা জানাতে গিয়ে তৃণমূলকে কটাক্ষ করে বঙ্গ বিজেপি নেতৃত্বর এই বার্তা রাজ্য রাজনীতিতে বিতর্ক তৈরি করেছে।












