গম্ভীর নন, শ্রেয়সই সেরা! আইয়ারের অধিনায়কত্বে IPL-এ ইতিহাস গড়ল KKR

বাংলা হান্ট ডেস্ক: চলতি মরশুমের IPL (Indian Premier League)-এ দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ইতিমধ্যেই সবাইকে টপকে পয়েন্ট টেবিলে প্রথম স্থানে রয়েছে এই দল। শুধু তাই নয়, প্লে-অফে খেলার যোগ্যতাও অর্জন করে ফেলেছে KKR। এদিকে, এখনও পর্যন্ত KKR-এর সবথেকে সফল অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয় গৌতম গম্ভীরকে। কারণ, তাঁর অধিনায়কত্বেই ২০১২ এবং ২০১৪ সালে IPL চ্যাম্পিয়ন হয়েছিল KKR।

তবে, এবারের IPL-এ বিরাট নজির স্থাপন করলেন KKR-এর বর্তমান অধিনায়ক শ্রেয়স আইয়ার। শুধু তাই নয়, তিনি এক্ষেত্রে হারিয়ে দিয়েছেন গৌতম গম্ভীরকেও। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করব। জানিয়ে রাখি যে, IPL-এর ইতিহাসে এই প্রথমবার শীর্ষস্থানে থেকে প্লে-অফে খেলতে নামছে KKR। গত বুধবারের পাঞ্জাব-রাজস্থানের ম্যাচে পাঞ্জাব জিতে যাওয়ার পর এই বিষয়টি কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। এমতাবস্থায়, পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখতে পেরেছে KKR।

Kolkata Knight Riders made history under Shreyas Iyer's captaincy.

এদিকে, এর আগেও প্লে-অফে একাধিকবার খেললেও কোনোবারেই পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে-অফে পৌঁছতে পারেনি কলকাতা। এমনকি, ২০১২ এবং ২০১৪ এই দুই সালে ট্রফি জেতার সময়েও কলকাতা লিগ টেবিলে ছিল দ্বিতীয় স্থানে। তবে, এই প্রথম শীর্ষস্থান বজায় রাখতে পারল শ্রেয়স আইয়ারের দল। ইতিমধ্যেই ১৩ টি ম্যাচ খেলে কলকাতা অর্জন করেছে ১৯ পয়েন্ট।

আরও পড়ুন: গম্ভীর নন, IPL-র সবথেকে সেরা কোচ নিচ্ছেন টিম ইন্ডিয়ার দায়িত্ব, ফাঁস হল নাম

অন্যদিকে, ওই একই সংখ্যক ম্যাচ খেলে রাজস্থান পেয়েছে ১৬ পয়েন্ট। এমতাবস্থায়, সামগ্রিক পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে যে প্রত্যেকটি দলের কাছে আর যে কয়টি ম্যাচ বাকি রয়েছে তাতে কেউই কলকাতাকে টপকে যেতে পারবেনা। সেক্ষেত্রে, রাজস্থান পৌঁছতে পারে ১৮ পয়েন্টে। তবে, পয়েন্ট টেবিলের নিরিখে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানকে ঘিরে তুমুল লড়াই চললেও কলকাতাকে কেউ হারাতে পারবেনা।

আরও পড়ুন: IMF-এর চালে ফেঁসে গেল পাকিস্তান! উপায় না পেয়ে সমস্ত সরকারি কোম্পানি বিক্রির পথে শরীফ

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, এই নিয়ে KKR তৃতীয়বারের জন্য প্রথম কোয়ালিফায়ারে খেলবে। পয়েন্ট টেবিলে শুধুমাত্র প্রথম দুই স্থানে থাকলে প্রথম কোয়ালিফায়ার খেলা যায়। এমতাবস্থায়, শীর্ষস্থানে থাকায় কলকাতা সেই সুবিধা এবারে পাবে। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, আগের যে দু’বার KKR প্রথম কোয়ালিফায়ার খেলেছে সেই দু’বারই চ্যাম্পিয়ন হয়েছে নাইটরা। এদিকে, এবারে প্রথম কোয়ালিফায়ার খেলা হবে আগামী ২১ মে। তবে, সেদিন কলকাতা কোন দলের সাথে খেলবে তা এখনও নির্ধারণ হয়নি।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর