সপ্তাহের শুরুতে চওড়া হাসি মধ্যবিত্তের মুখে! মাঘ মাসের আগে কমল সোনার দাম, জানুন আজকের রেট

Published on:

Published on:

Gold Price decreased in the second week of january
Follow

বাংলা হান্ট ডেস্ক: নতুন বছরের দ্বিতীয় সপ্তাহে সুখবর মধ্যবিত্তদের জন্য। হলুদ ধাতুর দর ক্রমাগত উর্ধ্বমুখী থাকার পর, সপ্তাহের প্রথম দিন কমল সোনার দাম (Gold Price)। এর ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। কারণ সামনেই আছে বিয়ের মাস, এই সময় বহু মানুষ সোনার গহনা কেনার পরিকল্পনা করেন। আর সোনার দাম কিছুটা কমায় আশা করা হচ্ছে পকেটে কিছুটা হলেও চাপ কম পড়বে মধ্যবিত্তের। আপনি যদি আজকে গহনা কেনার পরিকল্পনা করেন তাহলে দেখে নিন লেটেস্ট প্রাইস।

এক নজরে দেখে নিন সোমবার কলকাতায় সোনার দাম কত? (Gold Price)

বিগত কিছু দিন ধরে সোনার দামে (Gold Price) ওঠাপড়া লেগে ছিল। এমনকি রবিবার হলুদ ধাতুর (Gold) দাম কিছুটা বেশি ছিল। যার ফলে চিন্তার ভাঁজ মাথায় পড়েছিল ক্রেতা ও বিক্রেতাদের । তবে সোমবার সামান্য কমলো হলুদ ধাতুর দর। দেখে নিন আজ প্রতি গ্ৰামের দর কত যাচ্ছে।

Gold Price decreased in the second week of january

আরও পড়ুন: তুলতুলে পাটিসাপটা খেতে চান! চালের গুঁড়ো ছাড়াই সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন এই রেসিপিটি

সোমবার ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১৪ হাজার ৪৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ৪০ হাজার ৪৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ১৪ লক্ষ ৪ হাজার ৫০০ টাকা। আজ ২২ ক্যারেট সোনার দাম ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম ১২ হাজার ৮৭৪ টাকা। ১০ গ্রামের দর ১ লক্ষ ২৮ হাজার ৭৪০ টাকা। অপর দিটে ১০০ গ্রাম সোনার দাম ১২ লক্ষ ৮৭ হাজার ৪০০ টাকা।

এবার দেখে নিন আজকে ১৮ ক্যারেট ১ গ্রাম সোনার দাম পড়ছে ১০ হাজার ৫৩৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ৫ হাজার ৩৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ১০ লক্ষ ৫৩ হাজার ৩০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার। অন্যদিকে সপ্তাহের প্রথমদিন সোনার পাশাপাশি কমেছে রুপোর দাম। আজ ১০০ গ্রাম রুপোর দাম ২৫ হাজার ৯৯০ টাকা। ১ কেজি রুপোর দাম ২ লক্ষ ৫৯ হাজার ৯০০ টাকা।

সোনার দাম (Gold Price) কমলে একদিকে যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলে মধ্যবিত্তরা। তেমনই সোনা কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস হল এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা তার দেখা হয়।