ময়না কাণ্ডে মুখ পুড়লো রাজ্যের! NIA-ই তদন্তই বহাল, জানাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ

বাংলা হান্ট ডেস্কঃ গত বছর মে মাসে ময়নায় খুন হয়েছিলেন গেরুয়া শিবিরের এক কর্মী। বিজেপির ময়নার বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে পিটিয়ে, গুলি করে, বোমা মেরে খুনের অভিযোগ ওঠে। এবার সেই মামলাতেই এনআইএ তদন্তের নির্দেশ বহাল রাখল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। একক বেঞ্চ আগেই এই নির্দেশ দিয়েছিল। তাতে কোনও হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ।

গত বছরের এই হত্যা মামলা প্রথম হাই কোর্টের প্রধান বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে উঠেছিল। জাস্টিস মান্থা এই মামলায় প্রথমে এসডিপিও-কে তদন্তের নির্দেশ দেন। তবে পরে রাজ্য স্বীকার করে নেন যে সেখান থেকে বোমা উদ্ধার হয়েছিল। তবে পুলিশের যে চার্জশিট ছিল, সেখানে এই বিষয়ে কিছু উল্লেখ করা ছিল না।

শুধু তাই নয়, পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযুক্তের নাম বাদ দেওয়ার মতো গুরুতর অভিযোগও উঠেছিল। সম্পূর্ণ বিষয়ে বেশ বিরক্ত হয়েছিলেন বিচারপতি। অন্যদিকে বোমা উদ্ধারের কথা প্রকাশ্যে আসার পর হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত ময়নার এই মামলায় (Mayna Case) এইআইএ-কে (NIA) যুক্ত করার নির্দেশ দেন।

আরও পড়ুনঃ ‘রেখাকে ২০০০ টাকায় কিনেছিল? তুমি কততে বিক্রি হও’? মমতাকে বেনজির আক্রমণ অভিজিতের

হাই কোর্টের একক বেঞ্চের তরফ থেকে দেওয়া এই নির্দেশকে চ্যালেঞ্জ করেছিল রাজ্য। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়া হয়। কিন্তু তা সত্ত্বেও কোনও সুরাহা হল না। একক বেঞ্চের দেওয়া নির্দেশই বহাল রাখল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।

Calcutta High Court

বৃহস্পতিবার হাই কোর্টে এই মামলার শুনানি ছিল। সেখানে একক বেঞ্চের নির্দেশে কোনও প্রকার হস্তক্ষেপ করেনি ডিভিশন বেঞ্চ। একক বেঞ্চের নির্দেশই বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ। হাই কোর্ট আজ জানিয়েছে, ইতিমধ্যেই যেহেতু এনআইএ এই মামলায় তদন্ত শুরু করেছে, তাই আদালত আর সেখানে কোনও রকম হস্তক্ষেপ করবে না। অর্থাৎ ময়নায় বিজেপি কর্মী খুনের এই মামলার তদন্তভার এনআইএ-র হাতেই থাকবে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর