বাংলা হান্ট ডেস্কঃ গত বছর শেষের দিকেই ২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে নবান্ন (Nabanna)। এনআই অ্যাক্ট, ১৮৮১ অনুযায়ী ছুটির তালিকা প্রকাশ করে কেন্দ্র। সেখানে পশ্চিমবঙ্গের জন্য ২৭ টি ছুটি বরাদ্দ (Government Holiday) করা হয়েছে। এ ছাড়া, রাজ্য সরকার দিচ্ছে নিজে আরও ২৪টি ছুটির ঘোষনা করেছে। সেই হিসেব মতো জানুয়ারি মাসে রাজ্যের সরকারি কর্মীদের জন্য রয়েছে একের পর এক ছুটি। ইতিমধ্যেই একাধিক ছুটি পেয়েছেন তারা। সামনে আর কবে কবে ছুটি? দেখে রাখুন তালিকা।
জানুয়ারি মাসের বাকি ছুটির তালিকা | Government Holiday
জানুয়ারি মাসে সরকারি কর্মীদের জন্য বেশ অনেকগুলো ছুটি রয়েছে। বছরের প্রথমে এত গুলো ছুটি পেয়ে স্বাভাবিকভাবেই খুশি সরকারি কর্মীরা। ইতিমধ্যেই নববর্ষ ১ জানুয়ারি, বৃহস্পতিবার ছুটি মিলেছে। ১০ জানুয়ারি পড়েছে শনিবার, ১১ জানুয়ারি রবিবার এবং ১২ জানুয়ারি সোমবার জাতীয় যুবদিবস স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী উপলক্ষে ছুটি। অর্থাৎ টানা তিন দিন ছুটি উপভোগ করছেন সরকারি কর্মীরা।
এখানেই শেষ নয়, এরপরও রয়েছে টানা ছুটির সুযোগ। ১৪ জানুয়ারি বুধবার মকর সংক্রান্তির ছুটি মিলবে। ফলে মাঝে মঙ্গলবার কোনও ভাবে ছুটি নিলে সরকারি কর্মীরা টানা ৫ দিনের একটানা ছুটি কাটাতে পারবেন অনায়াসে।
আবার নেতাজি জয়ন্তী উপলক্ষে ২৩ জানুয়ারি, শুক্রবার, সরস্বতী পুজোও পড়েছে ২৩ জানুয়ারি, শুক্রবার। এরপর প্রজাতন্ত্র দিবস পড়েছে ২৬ জানুয়ারি, সোমবার। সেই কারণে ছুটি থাকবে। ২৩ জানুয়ারি শুক্রবার নেতাজি জয়ন্তী ও সরস্বতী পুজোর ছুটি থাকছে রাজ্যে।

পড়ুন আরও খবর: সপ্তাহের শুরুতে চওড়া হাসি মধ্যবিত্তের মুখে! মাঘ মাসের আগে কমল সোনার দাম, জানুন আজকের রেট
এরপর ২৪ জানুয়ারি শনিবার, ২৫ জানুয়ারি রবিবার পড়েছে। আর তারপরই ২৬ জানুয়ারি সোমবার প্রজাতন্ত্র দিবসের ছুটি মিলবে। অর্থাৎ টানা ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। অর্থাৎ গোটা মাসে সবমিলিয়ে প্রায় ১৫ দিনই ছুটি পেতে পারেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা।












