বাংলাহান্ট ডেস্ক : ফের চর্চায় দেবলীনা নন্দী (Debolinaa Nandy)। আত্মহত্যার চেষ্টা করার পর থেকেই রাতারাতি লাইমলাইটে চলে এসেছেন তিনি। তাঁকে নিয়ে পরপর ভিডিওর জেরে সরগরম নেটপাড়া। এর মাঝেই নতুন অভিযোগের তীরে বিদ্ধ দেবলীনা নন্দী। কাজ করিয়ে অনেকদিন ধরে টাকা না দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ব্যাপারটা ঠিক কী?
দেবলীনার (Debolinaa Nandy) বিরুদ্ধে গুরুতর অভিযোগ
সম্প্রতি দুই যুবক সোশ্যাল মিডিয়া লাইভে দাবি করেন, তাঁরা দীর্ঘদিন ধরে দেবলীনা নন্দীর ফেসবুক পেজের দায়িত্ব সামলেছেন। ভিডিও এডিট করেছেন। কিন্তু কাজ ছেড়ে দেওয়ার পর দেড় বছর অতিবাহিত হয়ে গেলেও বাকি থাকা টাকা এখনও হাতে পাননি তাঁরা। নীল এবং রিভু নামে ওই দুই যুবকের দাবি, দেবলীনার ফলোয়ার সংখ্যা ৭০ হাজার থেকে ১.২ মিলিয়ন হয়েছে তাদের জন্যই।

কী অভিযোগ উঠেছে: কাজ ছেড়ে দেওয়ার পর বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য বারংবার বলেছেন তারা। দেবলীনার (Debolinaa Nandy) মায়ের সঙ্গেও এ বিষয়ে তাদের ফোনে কথা হয়েছেয। কিন্তু তিনি প্রতিবার বলেছেন, গায়িকা খুবই অসুস্থ, ভর্তি হাসপাতালে।
আরও পড়ুন : দাহ করতে এসেছিলেন… শেষ পর্যন্ত নিজেই লাশ! বহরমপুরে চাঞ্চল্য
ভাইরাল হয় ভিডিও: ভিডিওটি হু হু ভাইরাল হতে সময় লাগেনি। অনেকেই দেবলীনার বিরুদ্ধে সরব হন। আবার কেউ কেউ প্রশ্ন তোলেন, এতদিন কেন কিছু বলেননি এই দুই যুবক? এদিকে ভিডিও পোস্ট করার কয়েক ঘন্টার মধ্যেই তা ডিলিট করে দেন তারা।
আরও পড়ুন : I-PAC-এর গাড়িতে কেন সরকারি বোর্ড? মাঝরাস্তায় ধরা পড়ল সব, ভাইরাল ভিডিও-য় যা দেখা গেল…
নতুন একটি ভিডিও পোস্ট করে ওই দুজন জানান, আগের ভিডিওটি পোস্ট হতেই নাকি দেবলীনা নিজে ফোন করে তাদের যাবতীয় বকেয়া টাকা মিটিয়ে দেন। তবে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি দেবলীনা।












