বাংলা হান্ট ডেস্কঃ ফ্যামিলি পেনশন নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিবাহবিচ্ছিন্না কন্যার মা-বাবার মৃত্যুর পর পারিবারিক পেনশন পাওয়া নিয়ে যুগান্তকারী রায় রাজ্যের সর্বোচ্চ আদালতের। সরকারি কর্মচারীর মৃত্যুর পর তাঁর ডিভোর্সী মেয়ে পারিবারিক পেনশন পেতে পারেন কী না সেই নিয়ে চলতে থাকা মামলায় বড় রায় হাইকোর্টের।
ডিভোর্সী মেয়েও ফ্যামিলি পেনশন পাওয়ার যোগ্য | Calcutta High Court
মামলার শুনানিতে আদালতের পর্যবেক্ষণ, যদি কোনও কন্যার বিবাহবিচ্ছেদের মামলা পেনশনভোগীর জীবদ্দশায় শুরু হয়ে থাকে, তবে চূড়ান্ত ডিভোর্স ডিক্রি বাবা-মায়ের মৃত্যুর পরে এলেও তিনি পারিবারিক পেনশন পেতে পারেন। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের একটি নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হয়েছিল। তার ভিত্তিতেই এই পর্যবেক্ষণ।
ট্রাইব্যুনাল পূর্বে বিবাহবিচ্ছিন্না কন্যাকে পারিবারিক পেনশন দেওয়ার নির্দেশ দিয়েছিল। এদিকে যেহেতু সংশ্লিষ্ট মহিলার বিবাহবিচ্ছেদের চূড়ান্ত রায় তাঁর বাবা-মায়ের মৃত্যুর পর কার্যকর হয়েছে, তাই নিয়মানুযায়ী তিনি পেনশন পেতে পারেন না বলে যুক্তি ছিল কেন্দ্রের। যদিও সেই যুক্তি আদালত মানতে নারাজ।
কেন্দ্রের যুক্তি খারিজ করে ট্রাইব্যুনালের নির্দেশই বহাল রেখেছে কলকাতা হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, পারিবারিক পেনশনের মূল উদ্দেশ্যই হল মৃত কর্মচারীর ওপর নির্ভরশীল সদস্যদের আর্থিক নিরাপত্তা যাতে নিশ্চিত করা যায় তা দেখা। এই মামলায় আদালতের পর্যবেক্ষণ, ১৯ জুলাই ২০১৭-এর একটি অফিস মেমোরেন্ডাম অনুযায়ী, চূড়ান্ত বিচ্ছেদ কখন হল তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিচ্ছেদের প্রক্রিয়াটি কবে শুরু হয়েছিল সেই বিষয়।
আদালত স্পষ্ট জানিয়েছে, যদি কোনো বিবাহবিচ্ছেদের মামলা সংশ্লিষ্ট সরকারি কর্মচারী বা পেনশনভোগীর জীবদ্দশায় সক্ষম আদালতে দায়ের করা হয়, তবে ওই কন্যাকে পরিবারের অংশ ধরতে হবে। বিচ্ছেদের চূড়ান্ত রায় বাবা-মায়ের মৃত্যুর পরে এলেও পেনশন পাওয়ার যোগ্য থাকবেন কন্যা।

দীর্ঘ বিবাদ বা আইনি দীর্ঘসূত্রতার জেরে রায় দেরিতে এলে, তার জন্য ওই আবেদনকারীকে পেনশনের সুবিধা থেকে বঞ্চিত করা উচিৎ নয় কোনোভাবেই। হাইকোর্ট জানায়, ডিভোর্স হওয়া মানেই সেই নারী তাঁর বাবা-, মায়ের ওপর আর্থিকভাবে নির্ভরশীল হয়ে পড়েন। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মৃত্যুর পর সেন্ট্রাল সিভিল সার্ভিসেস (পেনশন) বিধি ২০২১ অনুসারে মাসিক পেনশন দেওয়ার ব্যবস্থা রয়েছে। একে বলে পারিবারিক পেনশন।
সংশ্লিষ্ট মামলায় আবেদনকারীকে একাধিক শর্তপূরণের কথাও বলেছে আদালত। তাকে প্রমাণ করতে হবে যে তিনি তাঁর প্রয়াত বাবা বা মায়ের ওপর আর্থিকভাবে নির্ভরশীল ছিলেন। এবং তাঁর নিজস্ব আয় নির্দিষ্ট সীমার (সাধারণত ৩,৫০০ টাকা + ডিএ) নিচে থাকতে হবে। পাশাপাশি বিবাহ বিচ্ছেদের আবেদনটি পেনশনভোগীর জীবদ্দশায় দায়ের হতে হবে বলেও জানানো হয়েছে। পারিবারিক পেনশন বিচ্ছেদের চূড়ান্ত রায় পাওয়ার দিন থেকে কার্যকর হবে বলে জানিয়েছে আদালত।

আরও পড়ুন: রাজ্য সরকারি কর্মীদের পোয়া বারো! সামনেই পর পর ছুটি, খুশিতে ভাসছেন সকলে
কলকাতা হাইকোর্টের দেওয়া এই যুগান্তকারী রায় শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, সারা দেশের অসংখ্য অসহায় ও বিবাহবিচ্ছিন্না মহিলা, যাঁরা নিজেদের অধিকারের জন্য লড়ছেন তাঁদের আইনি ও সামাজিক সুরক্ষাকে আরও শক্ত করল বলে মনে করা হচ্ছে।












