হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে ব্যাঙ্ক থেকে সরকারি কাজ! ২০২৬ সালে আধার কার্ডে এই আপডেট করেছেন তো?

Published on:

Published on:

Aadhaar Update by 2026 your government-related work will be stalled
Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে আধার কার্ড (Aadhaar Update) আমাদের দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র। সরকারি কাজ হোক বা ব্যক্তিগত প্রয়োজন, প্রায় সর্বত্রই আধার কার্ড দেখাতে হয়। এবার বছর পড়ার সঙ্গে সঙ্গে আধার কার্ড নিয়ে সামনে আসলো বড় আপডেট। ২০২৬ সালে আধার কার্ডের তথ্য ঠিক না থাকলে বা আপডেট না করলে  আপনি অসুবিধা সম্মুখীন হতে পারেন। তাই জেনে নিন নতুন নিয়মের সম্পর্কে।

২০২৬-এ আধার কার্ড আপডেট না করলে আটকে যাবে সরকারি কাজ (Aadhaar Update)

ভারতের নাগরিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে আধার কার্ড (Aadhaar Update)। পরিচয় প্রমাণ থেকে শুরু করে ঠিকানা, ব্যাংকিং পরিষেবা, সরকারি প্রকল্প, স্কুল-কলেজে ভর্তি কিংবা চাকরি সবক্ষেত্রেই আধার প্রয়োজনীয়। তাই আধারে কোনো ভুল থাকলে তা বড় সমস্যার কারণ হতে পারে। তবে ২০২৬ সালের শুরুতেই ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আধার আপডেট সংক্রান্ত কিছু নতুন নিয়ম জারি করেছে। জেনে নিন সেই বিষয়ে।

Aadhaar Update by 2026 your government-related work will be stalled

আরও পড়ুন: রেলপথে জুড়বে AI, উত্তরবঙ্গের যাত্রীদের জন্য একাধিক নতুন ট্রেন ঘোষণা

নতুন নিয়ম অনুযায়ী, যদি ১০ বছর অন্তর তথ্য আপনি আপডেট না করেন, তাহলে আপনার আধার কার্ডে সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি একাধিক পরিষেবাও আটকে যেতে পারে। তাই দশ বছর অন্তর আধার কার্ড আপডেট করা একান্তই প্রয়োজন। তবে ১০ বছর অন্তর আধার কার্ড আপডেটের মানে এই নয় যে আধার কার্ড আপডেট না করলে তা সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। এটি হল একটি ভেরিফিকেশন প্রক্রিয়া।

ইউআইডিএআই দেশের নাগরিকদের তাদের পরিচয়পত্র ও ঠিকানা পুনরায় নিশ্চিত বা কনফার্ম করতে বলেছেন। কারণ আধার কার্ডে থাকা তথ্য ১০ বছরের পুরনো। তাই আধার কার্ডের তথ্য নির্ভুল রাখতেই এই উদ্যোগ। এবার যদি কেউ আধার আপডেট না করিয়ে থাকেন, তাহলেও তাঁর আধার কার্ড সক্রিয় থাকবে। তবে যেহেতু ব্যাঙ্ক থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠানই আপডেটেড তথ্য চায়, তাহলে আধার কার্ড আপডেট না থাকলে সমস্যা হতে পারে।

এছাড়া শিশুদের জন্য রয়েছে ‘বাল আধার’। পাঁচ বছর হওয়ার আগে এবং পাঁচ বছর হওয়ার পরে দুইবার আধার কার্ড আপডেট করতে হবে। তারপর সন্তানের বয়স পাঁচ বছর বয়স হলে বায়োমেট্রিক আপডেট করা বাধ্যতামূলক। এরপরে আবার ১৫ বছর বয়সে  বায়োমেট্রিক আপডেট করাতে হবে (Aadhaar Update)।