পঞ্জাবে খুনের পর কলকাতায় এসে আত্মগোপন, হাওড়া স্টেশন থেকে গ্রেফতার বিষ্ণোই গ্যাংয়ের ৩ সদস্য

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : হাওড়া স্টেশন থেকে গ্রেফতার কুখ্যাত বিষ্ণোই গ্যাংয়ের (Bishnoi Gang) তিন সদস্য। সলমন খানকে খুনের হুমকি থেকে পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার খুন, কপিল শর্মার ক্যাফেতে হামলার মতো বিভিন্ন ঘটনায় নাম জড়িয়েছে এই গ্যাংয়ের। সম্প্রতি পঞ্জাবে কবাডি খেলোয়ারের খুনের ঘটনাতেও নাম জড়ায় বিষ্ণোই গ্যাংয়ের। এবার হাওড়া স্টেশন থেকে পুলিশের জালে ধরা পড়ল গ্যাংয়ের তিন সক্রিয় সদস্য।

বিষ্ণোই গ্যাংয়ের (Bishnoi Gang) সদস্য গ্রেফতার হাওড়া স্টেশন থেকে

পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, রবিবার গভীর রাতে গোলাবাড়ি থানার পুলিশ গোপন অভিযান চালিয়ে হাওড়া স্টেশন চত্বর থেকে বিষ্ণোই গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করে। তিনজন ধৃতের নাম করণ পাঠক, তরণদীপ সিং এবং আকাশদীপ সিং। তদন্তকারীরা জানিয়েছেন, বিষ্ণোই গ্যাংয়ের এই তিন সদস্য পঞ্জাবের বাসিন্দা।

Three members of bishnoi gang caught in Howrah station

কীভাবে কলকাতায় আসে তারা: পঞ্জাব পুলিশের এসটিএফ সূত্রে খবর, গত ১৫ ডিসেম্বর পঞ্জাবের কবাডি খেলোয়াড় রানাবালা চৌরের খুনের ঘটনায় নাম জড়ায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (Bishnoi Gang)। তারপরেই তিন অভিযুক্ত গ্যাংটকের মাধ্যমে কলকাতায় এসে আত্মগোপন করেছিল বলে খবর। তবে কলকাতায় বেশিদিন থাকার পরিকল্পনা ছিল না তাদের।

আরও পড়ুন : দেড় বছর ধরে ভর্তি হাসপাতালে! কাজ করিয়ে টাকা না দেওয়ার অভিযোগ দেবলীনার বিরুদ্ধে

পুলিশের গোপন অভিযান: রবিবার রাতেই হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে অন্য রাজ্যে পালানোর প্ল্যান তাদের ছিল বলে পুলিশের অনুমান। আগাম খবর পেয়েই হাওড়া সিটি পুলিশের সঙ্গে যোগাযোগ করে পঞ্জাব পুলিশের এসটিএফ। তাদের যৌথ অভিযানেই হাওড়া স্টেশন চত্বর থেকে তিনজনকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়। হাওড়া সিটি পুলিশের তরফে জানা গিয়েছে, তাদের হেফাজতে নিয়ে পঞ্জাব পুলিশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন : মধ্যবিত্তের সোনায় সোহাগা, এক ট্রেনেই এবার দেওঘর থেকে কাশী! কবে কবে চলবে অমৃত ভারত এক্সপ্রেস?

অন্যদিকে পঞ্জাব পুলিশের এসটিএফ সূত্রে খবর, ধৃত তিনজনের বিরুদ্ধে একাধিক গুরুতর মামলা রয়েছে। গ্যাংয়ের মূলচক্রী লরেন্স বিষ্ণোই জেলে থাকলেও তাঁর দলের সদস্যদের বিরুদ্ধে দেশে বিদেশে তোলাবাজি, চুক্তিভিত্তিক খুন থেকে শুরু করে বিভিন্ন বেআইনি কারবারে জড়িত থাকার অভিযোগও রয়েছে।