উচ্চ মাধ্যমিকের রেজাল্টে বিরাট রদবদল! এক লহমায় বদলে গেল ১২ পড়ুয়ার জীবন!

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যজুড়ে চলছে লোকসভা নির্বাচন। সেই আবহেই প্রকাশিত হয়েছিল চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল (HS Result 2024)। কয়েকদিন আগেই শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছিল, ৮ মে প্রকাশিত হবে এই বছরের পরীক্ষার রেজাল্ট। সেই অনুযায়ী যথারীতি প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। তবে রেজাল্ট বেরনোর ৯ দিনের মাথায় মেধাতালিকায় (HS 2024 Merit List) হল বিরাট রদবদল।

চলতি বছর উচ্চ মাধ্যমিকের (Higher Secondary Exam) প্রথম দশের মেধাতালিকায় স্থান করে নিলেন আরও ১২ জন পরীক্ষার্থী। তিন জন ছাত্রছাত্রীদের র‍্যাঙ্কিংয়েও বদল এসেছে। স্ক্রুটিনি এবং রিভিউ করতে দিয়েছিলেন বেশ কিছু পরীক্ষার্থী। এবার তার জেরেই আরও ১২ জন শিক্ষার্থী প্রথম দশের মেধাতালিকায় (Merit List) স্থান করে নিলেন। ফলে মোট ৭০ জন ছাত্রছাত্রী প্রথম দশের মেরিট লিস্টে জায়গা করে নিলেন।

স্ক্রুটিনি এবং রিভিউ করতে দেওয়ার পর পঞ্চম স্থান অর্জন করা শিক্ষার্থী এবং তৃতীয় স্থানে উঠে এলেন। অন্যদিকে বাঁকুড়ার অঙ্কিত পালের নাম মেধা তালিকায় পঞ্চম স্থানে থাকলেও রিভিউতে দেওয়ার পর তাঁর নম্বর বৃদ্ধি পেয়েছে। ফলে তিনি এবার পঞ্চম থেকে তৃতীয় স্থানে উঠে এসেছেন।

আরও পড়ুনঃ রবিবার থেকেই বদলে যাবে বাংলার আবহাওয়া! ফের বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গঃ আবহাওয়ার খবর

বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) তরফ থেকে প্রথম পর্যায়ের স্ক্রুটিনি এবং রিভিউয়ের ফলাফল প্রকাশিত হয়েছে। তাতেই দেখা গিয়েছে, মেধাতালিকায় আরও ১২ জন শিক্ষার্থী স্থান করে নিয়েছেন। সেই সঙ্গে বেশ কিছু শিক্ষার্থীর র‍্যাঙ্কিংয়েও বদল এসেছে।

উল্লেখ্য, চলতি বছর ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলেছে ২৯ ফেব্রুয়ারি অবধি। এই বছর মোট ৭,৯০,০০০ জন শিক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন। পরীক্ষার ৬৯ দিনের মাথায় এই বছরের দ্বাদশ শ্রেণির পরীক্ষার রেজাল্ট বেরোয়। জানানো হয়, পাশের হার ৯০%।

HS Result 2024 topper list updated

প্রথমে জানানো হয়, দশজনের মেধাতালিকায় ৫৮ জন শিক্ষার্থীর নাম রয়েছে। তবে ১৬ মে প্রথম পর্যায়ের স্ক্রুটিনি এবং রিভিউয়ের রেজাল্ট বেরনোর পর দেখা যায়, আরও ১২ শিক্ষার্থী সেই তালিকায় স্থান করে নিয়েছেন। ফলে সংখ্যাটা এখন বেড়ে দাঁড়িয়েছে ৭০। এবার রাজ্যের মোট ১৫টি জেলা থেকে প্রথম দশের মেধাতালিকায় ছাত্রছাত্রীরা স্থান করে নিয়েছেন। এর মধ্যে সর্বাধিক পড়ুয়া রয়েছে হুগলির (১৩)। দক্ষিণ ২৪ পরগণা (৭) এবং কলকাতা (৫) থেকেও বেশ কয়েকজন পড়ুয়া মেধাতালিকায় স্থান করে নিয়েছেন।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর